সুরজিৎ দাস, নদিয়া, ইন্ডিয়া নিউজ বাংলা: Physical and Mental abuse কন্যা সন্তান হওয়ায় শারীরিক নির্যাতন করে প্রাণে মেরে ফেলার চেষ্টার অভিযোগ! নয় মাসের শিশুকন্যাকে নিয়ে ঘরছাড়া গৃহবধূ। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া এলাকায়। জানা যায় শান্তিপুর গ্রাম পঞ্চায়েতের প্রমোদপল্লি এলাকায় এক যুবতীর সঙ্গে ওই এলাকারই এক যুবকের গত আড়াই বছর আগে বিয়ে হয়। গৃহবধূর অভিযোগ, বিয়ের পর থেকেই শ্বশুর-শাশুড়ি ও পরিবারের অন্যান্য সদস্যরা তাঁর উপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালাত। নয় মাস আগে তাঁর কন্যা সন্তান হওয়ার পর অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায়। স্বামী প্রতিবাদ করার চেষ্টা করলে তাঁকেও মারধরের চেষ্টা করত বলে স্বামী নিরুপায় ছিল।
নয় মাসের শিশুকন্যাকে নিয়ে ঘরছাড়া গৃহবধূ Torture of Housewife
গৃহবধূ অভিযোগ করেন, তাঁর কন্যা সন্তান হওয়ার কারণে শ্বশুর-শাশুড়ি-ননদ আরও বেশি মারধর করত। প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে কয়েক বার। বর্তমানে স্বামী কাজের সূত্রে বাইরে থাকার কারণে অবশেষে প্রাণভয়ে শ্বশুরবাড়ি ছেড়ে বাপেরবাড়িতে ঠাঁই নিয়েছেন ওই গৃহবধূ। অবশেষে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ। শুধু তাই নয় গৃহবধূর অভিযোগ, তাঁর বাপেরবাড়ি এসেও হুমকি দিয়ে যাচ্ছে শ্বশুর-শাশুড়ি। গৃহবধূ চাইছেন অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করুক। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
—–
Published by Subhasish Mandal