সৌম্য প্রামাণিক, পূর্ব মেদিনীপুর, ইন্ডিয়া নিউজ বাংলা: TMC workers protest in East Midnapore রাতভর বিক্ষোভ চলল কাঁথি পৌরসভায় তৃণমূল প্রার্থী নির্বাচন নিয়ে। গতকাল কলকাতা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার পর এই বিক্ষোভ শুরু হয় পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি, তমলুক এবং এগরাতে। যা নিয়ে রীতিমতো অশান্তির পরিবেশ তৈরি হয় জেলার এই তিন পৌর এলাকায়।
রাতভর বিক্ষোভ কাঁথি, তমলুক এবং এগরাতে TMC workers protest in East Midnapore
তৃণমূল কংগ্রেসের স্থানীয় কর্মীদের অভিযোগ, যাঁরা বিজেপির সাথে যুক্ত রয়েছেন তাঁদের নাম রয়েছে প্রার্থী তালিকায়। আর যে কারণেই কাঁথিতে মৎস্যমন্ত্রী অখিল গিরির বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন কাঁথি এলাকার দলীয় কর্মীরা। প্রার্থী পদ পরিবর্তন না হলে বিক্ষোভ আরও চরমে উঠবে সে বিষয়েও হুঁশিয়ারি দেন দলের নেতাকর্মীরা।
নির্বাচন কমিটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ অখিল গিরির TMC workers protest in East Midnapore
বিক্ষোভের জেরে রাতেই নির্বাচন কমিটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন মৎস্যমন্ত্রী অখিল গিরি। যদিও তাতে এতটুকু আঁচ কমেনি বিক্ষোভের। বিক্ষোভ থামাতে পৌঁছয় পুলিশও। পরে অখিল গিরি উচ্চ নেতৃত্বের সাথে আলোচনা করে বিবেচনা করার সিদ্ধান্ত জানালে বিক্ষোভ কিছুটা স্তিমিত হয়। তবে প্রার্থী ঘোষণার পর এখনও জেলাজুড়ে তৃণমূলের অন্দরে লেগেই রয়েছে ক্ষোভ-বিক্ষোভ। এখন দেখার বিক্ষোভের জেরে তৃণমূলের রাজ্য নেতৃত্ব ঘোষিত প্রার্থী পরিবর্তন করে কিনা?
———–
Published by Subhasish Mandal