উষ্ণীষ ঘোষ, বারাসত, ইন্ডিয়া নিউজ বাংলা: TMC workers protest in Barasat আসন্ন পুরভোটে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর রাজ্যজুড়ে বিক্ষোভ প্রতিবাদ অব্যাহত। এবার বাদ গেল না বারাসতও। এদিন বারাসত পুরসভার ২ নম্বর ওয়ার্ডের প্রার্থী বদল করার দাবিতে বারাসত-কাজিপাড়ায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করল তৃণমূল কংগ্রেস সমর্থকেরা। ঘটনাস্থলে বারাসত থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় এবং অবরোধ তুলে দেয়।
বহিরাগত প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ TMC workers protest in Barasat
তৃণমূল কর্মী সমর্থকদের দাবি, প্রথম যাঁকে প্রার্থী করা হয়েছিল অর্থাৎ টিকেন্দ্রনাথ সরকার, তাঁকেই প্রার্থী হিসাবে চান। পরবর্তীতে প্রার্থী বদল করে মিলন সর্দারকে প্রার্থী করা হয়। এই প্রার্থী বহিরাগত। শুধু তাই নয়, এই প্রার্থীর বিরুদ্ধে আগে কাটমানির অভিযোগ উঠেছিল। তাই এই প্রার্থীকে কোনওভাবেই মানতে পারবে না বলে আন্দোলনে নামেন স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকেরা। বারাসত-কাজিপাড়ায় রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ শুরু করায় ব্যাপক যানজট তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারাসত থানার পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে।
আরও পড়ুন : Two Women Returned from Bhutan তিন বছর পর দেশে ফেরা, ভুটান থেকে ভারতে এলেন কালচিনির দুই যুবতী
———–
Published by Subhasish Mandal