Monday, November 25, 2024
HomeBreakingWest Bengal Bypoll Result: ফুলমার্কস! উপনির্বাচনে ছয়ে ছয় তৃণমূলের

West Bengal Bypoll Result: ফুলমার্কস! উপনির্বাচনে ছয়ে ছয় তৃণমূলের

গত কয়েক মাস ধরে আরজি করের ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলায়৷ সেই আবহেই গত ১৩ নভেম্বর রাজ্যের ৬ বিধানসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে এই আসনগুলির মধ্য়ে ৫টিতে আগে তৃণমূল কংগ্রেস দিতেছিল, এবং একটি আসন ছিল বিজেপির ঝুলিতে। তবে এবার সেই আসনটিও হাতছাড়া হয় বিজেপির৷ ফলে তৃণমূলের ৬-০-তে জয়ী হয়৷

মমতার সোশ্যাল মিডিয়া পোস্ট

এদিকে ছয় কেন্দ্রে বিধানসভার উপনির্বাচনের ফল দেখে উচ্ছ্বসিত তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সোশ্যাল মিডিয়ায় উপনির্বাচনের ফলাফল নিয়ে মমতা লেখেন, ‘‘আমার অন্তরের অন্তঃস্থল থেকে মা-মাটি-মানুষকে জানাই প্রণাম। আপনাদের এই আশীর্বাদ আমাদের আগামীর চলার পথে আরও সক্রিয় ভাবে কাজ করার উৎসাহ দেবে। মানুষই আমাদের ভরসা। আমরা সবাই সাধারণ মানুষ। এটাই আমাদের পরিচয়।’’

আরও পড়ুন: Kinjal Nanda: চর্চায় কিঞ্জল! বিজ্ঞাপনের মুখ হয়ে জুটল ‘সুবিধাবাদী’ তকমা

এদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য, উপনির্বাচনের এই ছ’টি আসন নিয়ে তাঁরা ভাবছনে না, তাঁদের লক্ষ্য হল ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। হাতে তাই বেশি সময় নেই বলেই মনে করছেন তাঁরা!

থবে একই সঙ্গে শুভেন্দু অধিকারী, ২০২৬ সালের ভোটেও হাড়োয়া থেকে বিজেপি জিততে পারবে না বলে ভবিষ্যদ্বাণী করেন। তাঁর কথায়, “হাড়োয়ায় আমরা কোনও দিনই জিতিনি। ভবিষ্যতেও জিতব না।”

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular