Monday, January 13, 2025
HomeBreakingTMC: তৃণমূল থেকে সাসপেন্ড শান্তনু সেন, আরাবুল ইসলাম

TMC: তৃণমূল থেকে সাসপেন্ড শান্তনু সেন, আরাবুল ইসলাম

প্রাক্তন রাজ্যসভার সাংসদ তথা প্রাক্তন তৃণমূলের মুখপাত্র চিকিৎসক শান্তনু সেনকে এবং ভাঙড়ের নেতা আরাবুল ইসলামকে সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস (TMC)। তাঁদের বিরুদ্ধে দলবিরোধীকাজের অভিযোগ উঠেছে৷

কী জানা গিয়েছে?

জানা গিয়েছে, দুজনের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগের ভিত্তিতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন, শান্তনু সেনের বিরুদ্ধে ‘দলবিরোধী কাজ’-এর অভিযোগ রয়েছে তাই তাঁকে সাসপেন্ড করা হয়েছে। তবে কী সেই দলবিরোধী কাজ, তা জয়প্রকাশ জানাননি।

তবে, তৃণমূলের (TMC) অন্দরে শান্তনু ‘অভিষেক-ঘনিষ্ঠ’ হিসাবেই পরিচিত। শান্তনুর বিরুদ্ধে এই পদক্ষেপ আসলে অভিষেককেই পরোক্ষভাবে ‘বার্তা’ দেও?য়া বলে জল্পনা শুরু হয়েছে।

আরও পড়ুন: RG Kar Case-এ নয়া মোড়! কেন্দ্রীয় ফরেনসিক রিপোর্টের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

অন্যদিকে, ভাঙড়ে সওকত মোল্লার সঙ্গে আরাবুলের সংঘাতের প্রেক্ষিতে আরাবুলকে সাসপেন্ড করেছে তৃণমূল। এর আগেও আরাবুলকে দল সাসপেন্ড করেছিল ৬ বছরের জন্য, তবে পরে তা প্রত্যাহার করে দলে ফিরিয়ে নেওয়া হয় তাঁকে৷

এদিকে, তৃণমূলের (TMC) তরফ থেকে সাসপেনশন অর্ডার পাওয়ার পর মুখ খুলেছেন শান্তনু সেন। নেতৃত্ব প্রমাণ দিয়ে বলুক, তিনি কোথায় দলবিরোধী কাজ করেছেন, এমনটাই চ্যালেঞ্জ ছুঁড়েছেন তিনি৷

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular