প্রাক্তন রাজ্যসভার সাংসদ তথা প্রাক্তন তৃণমূলের মুখপাত্র চিকিৎসক শান্তনু সেনকে এবং ভাঙড়ের নেতা আরাবুল ইসলামকে সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস (TMC)। তাঁদের বিরুদ্ধে দলবিরোধীকাজের অভিযোগ উঠেছে৷
কী জানা গিয়েছে?
জানা গিয়েছে, দুজনের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগের ভিত্তিতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন, শান্তনু সেনের বিরুদ্ধে ‘দলবিরোধী কাজ’-এর অভিযোগ রয়েছে তাই তাঁকে সাসপেন্ড করা হয়েছে। তবে কী সেই দলবিরোধী কাজ, তা জয়প্রকাশ জানাননি।
তবে, তৃণমূলের (TMC) অন্দরে শান্তনু ‘অভিষেক-ঘনিষ্ঠ’ হিসাবেই পরিচিত। শান্তনুর বিরুদ্ধে এই পদক্ষেপ আসলে অভিষেককেই পরোক্ষভাবে ‘বার্তা’ দেও?য়া বলে জল্পনা শুরু হয়েছে।
আরও পড়ুন: RG Kar Case-এ নয়া মোড়! কেন্দ্রীয় ফরেনসিক রিপোর্টের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে
অন্যদিকে, ভাঙড়ে সওকত মোল্লার সঙ্গে আরাবুলের সংঘাতের প্রেক্ষিতে আরাবুলকে সাসপেন্ড করেছে তৃণমূল। এর আগেও আরাবুলকে দল সাসপেন্ড করেছিল ৬ বছরের জন্য, তবে পরে তা প্রত্যাহার করে দলে ফিরিয়ে নেওয়া হয় তাঁকে৷
এদিকে, তৃণমূলের (TMC) তরফ থেকে সাসপেনশন অর্ডার পাওয়ার পর মুখ খুলেছেন শান্তনু সেন। নেতৃত্ব প্রমাণ দিয়ে বলুক, তিনি কোথায় দলবিরোধী কাজ করেছেন, এমনটাই চ্যালেঞ্জ ছুঁড়েছেন তিনি৷