সুরজিৎ দাস, নদিয়া, ইন্ডিয়া নিউজ বাংলা, TMC suspend revolters দলের বিরুদ্ধে গিয়ে নির্দল প্রার্থী হওয়ায় মোট ২৩ জনকে বহিস্কৃত করল নদিয়া জেলা তৃণমূল নেতৃত্ব। বৃহস্পতিবার তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে বহিস্কৃত নেতাদের তালিকা প্রকাশ করে তৃণমূল।
নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন প্রত্যাহার না করায় বহিষ্কার TMC suspend revolters
পুরসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশের পরে জেলায় জেলায় দেখা যায় তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভ। কোথাও প্রার্থী পছন্দ নয় তো কোথাও আবার বহিরাগতদের প্রার্থী করা হয়েছে এই দাবিতে বিক্ষোভ দেখান তৃণমূলের সমর্থকরা। অনেকে আবার দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে নির্দল প্রার্থী হয়েছেন। দিন কয়েক আগে পার্থ চট্টোপাধ্যায় দলের সমর্থকদের সতর্ক করে বলেছিলেন, যারা দলে থেকে নির্দল প্রার্থী হয়েছেন তাদের ৪৮ ঘণ্টা সময় দেওয়া হলো। ৪৮ ঘণ্টার মধ্যে যদি তারা যদি মনোনয়নপত্র প্রত্যাহার না করে তাহলে তাদের দল থেকে বহিষ্কৃত করা হবে। বৃহস্পতিবার রানাঘাটের একটি দলীয় বৈঠকে যারা দলে থেকে নির্দল প্রার্থী হয়েছেন সেইরকম ২৩ জনকে বহিস্কৃত করা হয়। দলীয় বৈঠকে পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সাংসদ মহুয়া মৈত্র সহ নদিয়া জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।
আরও পড়ুন : Belur Math opening ২৩ ফেব্রুয়ারি থেকে খুলছে বেলুড় মঠ, প্রবেশ করতে পারবেন সাধারণ ভক্ত ও দর্শনার্থীরা
____
Published by Julekha Nasrin