সুরজিৎ দাস, নদিয়া, ইন্ডিয়া নিউজ বাংলা : নিখোঁজ তৃণমূল নেতা। আর তারই প্রতিবাদে নদিয়ার শান্তিপুর থানা এলাকায় রাতভর টায়ার দিয়ে আগুন জ্বালিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ। পরে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ তৃণমূল কংগ্রেস কর্মীদের। অভিযোগ, বুধবার দুপুর থেকে বাড়ি থেকে বেরিয়ে বেপাত্তা তৃণমূল নেতা মনোজ সরকার। মূলত তার প্রতিবাদে গতকাল রাতে তৃণমূল কর্মীরা থানা ঘেরাও করে থানার সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। পুলিশের কোনও তৎপরতা নেই দেখে তৃণমূল কর্মীরা শান্তিপুর বাইপাস মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।
TMC leader Missing in Nadia রাতভর থানায় বিক্ষোভ এবং জাতীয় সড়ক অবরোধ তৃণমূলের
আরও পড়ুন : Road accident in East Burdwan গলসিতে পথ দুর্ঘটনা, মৃত ২ বাইক আরোহী
নিখোঁজ মনোজ সরকারের স্ত্রী প্রিয়া সরকার বলেন, ‘দুপুর ১২টা থেকে নিখোঁজ আমার স্বামী। এই বিষয়ে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে প্রশাসনের পক্ষ থেকে ২৪ ঘণ্টা অপেক্ষা করার কথা বলা হয়। কিন্তু আমাদের দাবি তার মধ্যে যদি আমার স্বামীর কিছু হয়ে যায় সেই দায়ভার কার। যাতে আমার স্বামীকে কোথায় রয়েছে তার সন্ধান অতি দ্রুত প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয় এই কারণে এই বিক্ষোভ।’ পরবর্তীকালে পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় তারা। যদিও তৃণমূলের প্রথম সারির কোনও নেতৃত্বকে এদিন এ বিক্ষোভ দেখা যায়নি।
———-
Published by Subhasish Mandal