ইন্ডিয়া নিউজ বাংলা
Demonstration at Kotwali police station with dead bodies
জলপাইগুড়ি : অভিযুক্তদের গ্রেপ্তারের দাবীতে মৃতদেহ নিয়ে থানায় বিক্ষোভ তৃণমূল কর্মীদের। জলপাইগুড়ির বিশিষ্টি সমাজসেবী অনুপ মালাকারের মরদেহ নিয়ে কোতয়ালি থানার সামনে মৃতের পরিজনদের নিয়ে বিক্ষোভ দেখাল স্থানীয় তৃণমূল নেতা কর্মীরা।
জলপাইগুড়ির বিশিষ্ট সমাজসেবী অনুপ মালাকারের মৃত্যু Demonstration at Kotwali police station with dead bodies
গত ১২ ফেব্রুয়ারি রাতে জলপাইগুড়ি শান্তিপাড়া এলাকায় পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন তৃণমূল সেবাদলের নেতা ও জলপাইগুড়ির বিশিষ্ট সমাজসেবী অনুপ মালাকার। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ির একটি নার্সিং হোমে। গতকাল রাতে শিলিগুড়িতে মৃত্যু হয় অনুপ মালাকারের। পরিবারের অভিযোগ পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করে ও গত সাতদিন ধরে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেনি। উলটে অভিযুক্তরা শহরে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে । তাই অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে জলপাইগুড়ি কোতয়ালি থানায় মৃতদেহ নিয়ে বিক্ষোভ দেখায় তার পরিবারের সদস্য ও তৃনমূল কর্মীরা।
Demonstration at Kotwali police station with dead bodies