ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবীরকে শোকজ করল তৃণমূলকংগ্রেস। তাঁর বিরুদ্ধে দলবিরোধী কাজের অভিযোগ রয়েছে৷ তৃণমূল কংগ্রেসের বিধানসভার শৃঙ্খলারক্ষা কমিটির পক্ষ থেকে বুধবার শোকজ করা হয়েছে হুমায়ুন কবীরকে।
আরও পড়ুন: Tab Scam-এ ‘জামতাড়া’ যোগ! কী নির্দেশ দিলেন মমতা?
কী জানা গিয়েছে?
জানা গিয়েছে, কেন প্রকাশ্যে সংবাদমাধ্যমের সামনে দলের বিরুদ্ধে কথা বলে তিনি দলকে অস্বস্তিতে ফেলেছেন, মূলত তারই জবাব চেয়ে চিঠি দেওয়া হচ্ছে৷ জবাব দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে তিন দিন৷
এদিকে সূত্রের খবর, এই বিষয়টি নিয়ে একেবারেই চিন্তিত নন বলে জানিয়েছেন হুমায়ুন কবীর। এখনও শোকজ পাননি, চিঠি পেলে অবশ্যই যথাযোগ্য জবাব পাঠিয়ে দেবেন বলে জানান তিনি। হুমায়ুনের দাবি, কেউ ব্যক্তিগতভাবে আঘাত করলে, কোনও দিন তিনি আপস করেননি, আগামীতেও করবেন না!