Monday, September 16, 2024
Homeরাজ্যউত্তর ২৪ পরগণাTMC Factionalism in Bagdah টাকার বিনিময়ে স্কুল পরিচালন সমিতির সদস্য! ব্লক সভাপতির...

TMC Factionalism in Bagdah টাকার বিনিময়ে স্কুল পরিচালন সমিতির সদস্য! ব্লক সভাপতির বিরুদ্ধেই অভিযোগ তৃণমূলের

সোমনাথ মজুমদার, বনগাঁ, ইন্ডিয়া নিউজ বাংলা: স্কুল পরিচালন সমিতিতে টাকার বিনিময়ে সদস্য করার অভিযোগ ব্লক তৃণমূল সভাপতির বিরুদ্ধে৷ প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন অপর তৃণমূল কর্মীরা। ঘটনায় চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার বাগদা থানার নলডুগারি বাজার এলাকায়৷ অবরোধকারীদের দাবি, বাগদা ব্লক তৃণমূল সভাপতি অঘোরচন্দ্র হালদার টাকার বিনিময় বিভিন্ন স্কুলের ম্যানেজিং কমিটিতে সদস্য নিয়োগ করেছেন। এমনই অভিযোগে বৃহস্পতিবার দুপুরে প্রায় শতাধিক তৃণমূল কর্মী-সমর্থক দলীয় পতাকা হাতে নিয়ে বাগদা-দত্তপুলিয়া সড়কের নলডুগারি বাজারে পথ অবরোধ করেন৷ অবরোধকারীরা জানান দিন কয়েক আগে তারা জানতে পেরেছেন সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েত এলাকার সিন্দ্রানী সাবিত্রী উচ্চ বিদ্যালয়, চরমণ্ডল উচ্চ বিদ্যালয় ও পাথুরিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতিতে দুজন করে নিয়োগ করা হয়েছে। ইতিমধ্যে তাঁদের নাম মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে আপলোড হয়ে গেছে৷

টাকার বিনিময়ে স্কুল পরিচালন সমিতিতে সদস্য করার অভিযোগ TMC Factionalism in Bagdah

আরও পড়ুন : Horses are forbidden on Digha beach দিঘা সৈকতে আর দেখা যাবে না ঘোড়া, জারি নির্দেশ

আন্দোলনকারীদের দাবির স্থানীয় কারও সাথে আলোচনা না করেই ব্লক সভাপতি ইচ্ছামতো নাম ঠিক করেছেন। আন্দোলনকারীদের আরও দাবি, টাকার বিনিময়ে এই কাজ করা হয়েছে। এ বিষয়ে সিন্দ্রানী আঞ্চলিক কমিটির সদস্য দিলীপ বালা বলেন, এলাকার তিনটি স্কুলের পরিচালন সমিতিতে নিয়োগ করা হয়েছে এলাকার নেতৃত্বের সাথে কোনও আলোচনা না করেই। আমরা মনে করছি মোটা টাকার বিনিময়ে এই কাজ করা হয়েছে। আমাদের দাবি অবিলম্বে সেই নামের তালিকা বাতিল করতে হবে৷

একই দাবি স্থানীয় বাসিন্দা তথা তৃণমূলকর্মী নরেশচন্দ্র মৃধার। এ বিষয়ে নরেশবাবু বলেন, প্রোটোকল না মেনে আলোচনা না করেই এই কাজ করা হয়েছে। আমরা এই নিয়োগ মানছি না৷ নিয়োগ বাতিলের দাবিতে রাস্তা অবরোধ করে আন্দোলন চালিয়ে যেতে থাকেন তৃণমূল কর্মীরা। এ বিষয়ে বাগদা ব্লক তৃণমূলের সভাপতি অঘোর চন্দ্র হালদার বলেন, অভিযোগ করা সহজ জিনিস। যে কেউ করতে পারে। যা হয়েছে নিয়ম মেনেই করা হয়েছে৷

পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সিন্দ্রানী আঞ্চলিক কমিটির সভাপতি সৌমেন ঘোষ। তিনি বলেন, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি আলোরানি সরকারের সাথে কথা হয়েছে। সভাপতি জানিয়েছেন সকলে মিলে আলোচনায় বসে বিষয়টি মেটানো হবে৷ এরপর অবরোধকারীদের সাথে কথা বলেন সৌমেন ঘোষ। মূলত তাঁর আশ্বাসেই অবরোধ তুলে নেন অবরোধকারীরা। গোটা ঘটনায় বাগদা ব্লক তৃণমূলের অন্তর্কলহ ফের একবার প্রকাশ্যে চলে এল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

—–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular