Saturday, December 7, 2024
Homeরাজ্যকোচবিহারTMC Factionalism তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর কোন্দলে উত্তপ্ত মাথাভাঙা

TMC Factionalism তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর কোন্দলে উত্তপ্ত মাথাভাঙা

অমিত সরকার, কোচবিহার, ইন্ডিয়া নিউজ বাংলা : TMC Factionalism ঐতিহ্যবাহী শিবরাত্রি মেলায় তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত হয়ে উঠল মাথাভাঙার পোস্ট অফিস মোড় এলাকা। মাথাভাঙা ১ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কামাল হোসেন এবং মাথাভাঙা ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি রাজিবুল হাসান সাগর গোষ্ঠীর উত্তেজনায় মেলায় আসা মানুষজনের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। আতঙ্কিত হয়ে মেলায় ঘুরতে আসা সাধারণ মানুষ পালাতে শুরু করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে দুই গোষ্ঠীকে ফাঁকা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী TMC Factionalism

কামাল হোসেনের অভিযোগ, রাজিবুল হাসান তাঁর জন্মদিন পালনের নাম করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করতে ধারাল অস্ত্র নিয়ে ঘিরে বেরিয়েছে। মাথাভাঙার ঐতিহ্যবাহী শিবরাত্রি মেলার পরিবেশ নষ্ট করতেই আজকে এমন ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ। বিষয়টি জেলা এবং রাজ্য নেতৃত্বকে জানানো হবে বলে জানান কামাল হোসেন। এদিকে রাজিবুল হাসান বলেন, তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে। পোস্ট অফিস মোড়ে জন্মদিন পালন করে ফেরার সময় পেছন থেকে কামাল হোসেনের নেতৃত্বে আক্রমণ করা হয়। এমনকী শূন্যে গুলিও চালানোর অভিযোগ করেন তিনি। তাঁর বিরুদ্ধে রামদা নিয়ে ঘোরার যে অভিযোগ করেছেন সেই বিষয়ে তিনি বলেন, অস্ত্র নিয়ে রাজনীতি তিনি করেন না। প্রশাসনের কাছে ব্যাবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি উচ্চ নেতৃত্বের কাছেও ব্যাবস্থা গ্রহণের বিষয়ে জানাবেন বলে জানিয়েছেন রাজিবুল হাসান।

TMC Factionalism

আরও পড়ুন : Return from Ukraine ইউক্রেন থেকে মালদায় বাড়ি ফিরল একমাত্র মেয়ে, খুশির হাওয়া পরিবারে

————
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular