অমিত সরকার, কোচবিহার, ইন্ডিয়া নিউজ বাংলা: TMC Factionalism পার্থপ্রতিম রায় তৃণমূল জেলা সভাপতি হতেই ফের গোষ্ঠী কোন্দলে আক্রান্ত হল কোচবিহার জেলার নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বলরামপুর ১ নং গ্রাম পঞ্চায়েত। স্থানীয় সূত্রে জানানো হয়েছে, জেলা সভাপতি ঘোষণা হওয়ার পরেই এলাকায় মিছিল করে তৃণমূল কংগ্রেস কর্মীরা।
শিবচরণ বর্মা স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মী জানান, বহরমপুর ২ গ্রাম পঞ্চায়েত প্রধানের সাথে কথা কাটাকাটি হওয়ার দরুণ গণ্ডগোল হয়। ঘটনায় আহত হয় চারজন। রতন দাস, শিবচরণ বর্মন, জহির মণ্ডল এবং শাহজাহান মিয়া বর্তমানে তুফানগঞ্জ মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনা তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ TMC Factionalism
অভিযোগ অনুযায়ী, তারা পার্থপ্রতিম রায়ের জেলা সভাপতি ঘোষণা হওয়ার উচ্ছ্বাসে মিছিল করেছিল। সেই মিছিলে রবি পন্থী তৃণমূল কংগ্রেস কর্মীরা আক্রমণ করে। ঘটনা তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ। ঘটনায় আহত চার। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।
TMC Factionalism
আরও পড়ুন: International Women’s Day নারী সুরক্ষায় আত্মরক্ষার প্রশিক্ষণ শিবির বাঘিনী
Published by Subhasish Mandal