তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি করে হত্যার চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে৷ এই ঘটনার মূল অভিযুক্ত আফরোজ খান ওরফে গুলজারকে পূর্ব বর্ধমানের গলসি থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা ৷
কী জানা গিয়েছে?
তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে হত্যার চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে তোলপাড় পরিস্থিতি বঙ্গে৷ শুক্রবার ঘটনাস্থল থেকে আরেকজন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে৷
লালবাজার সূত্রে খবর, ধৃতকে জেরা করে বেশ কিছু তথ্য উঠে এসেছে ৷ জানা গিয়েছে, কসবার ঘটনায় (Kasba Incident) ধৃত দুষ্কৃতীকে ১০ হাজার টাকা দিয়ে বিহার থেকে ভাড়া করে আনা হয়েছিল৷ শুধু তাই নয়, কাজ হয়ে গেলে অতিরিক্ত আড়াই হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতিও নাকি দেওয়া হয়েছিল৷ বিহার থেকে কলকাতায় এসে তারা একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থেকেছিল৷
আরও পড়ুন: Tab Scam: ‘এই ধরনের দুর্নীতি বরদাস্ত নয়’, ট্যাব-কাণ্ড প্রসঙ্গে বললেন মমতা
কসবার (Kasba Incident) এই ঘটনায় যুবরাজ নামের এক ‘শুটার’কে আগেই গ্রেফতার করেছিল পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, কাউন্সিলরকে শুধুমাত্র ‘ভয়’ দেখাতেই নাকি ‘সুপারি’ দেওয়া হয়েছিল। অন্যদিকে, আরেক ধৃত গুলজার জানায়, সুশান্ত ঘোষকে আসলে হত্যারই ছক কষা হয়েছিল!
এদিকে, এই ঘটনার পরেই সুশান্ত ঘোষের নিরাপত্তা বাড়ানো হয়েছে। আগে দু’জন নিরাপত্তা কর্মী তাঁর সঙ্গে থাকতেন। শনিবার থেকে আরও দু’জনকে নিরাপত্তার কাজে যুক্ত করা হয়েছে৷