Monday, November 25, 2024
Homeরাজ্যমালদাTMC agitation at Malda প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ মালদায়

TMC agitation at Malda প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ মালদায়

রণজিৎ দাস, মালদা, ইন্ডিয়া নিউজ বাংলা, TMC agitation at Malda শুক্রবার পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আসন্ন পুর নির্বাচনের জন্য তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করেন। আগামী ২৭ ফেব্রুয়ারি রয়েছে ১০৭টি পুরসভার নির্বাচন। কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা হতেই দিকে দিকে প্রকাশ্যে আসতে থাকে শাসকদলের গোষ্ঠী কোন্দল। কোথাও প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ, আবার কোথাও প্রার্থী পছন্দ না হওয়ায় বিক্ষোভ দেখায় তৃণমূলের সমর্থকরা।

রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভTMC agitation at Malda 

ইংরেজবাজার পুরসভার ২২ ও ২৬ নং নম্বর ওয়ার্ডের প্রার্থী বদলের দাবিতে শনিবার বিকেলে ঝলঝলিয়াতে মালদা-পুকুরিয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো তৃণমূল কর্মীরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ দেখায়। তৃণমূল কর্মী-সমর্থকদের দাবি, ইংরেজবাজার শহরের তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তেওয়ারির মনোনীত প্রার্থীদের ২২ ও ২৬ নং নম্বর ওয়ার্ডে প্রার্থী করতে হবে।না হলে বিক্ষোভ চলবে বলে জানান তারা।রাস্তা অবরোধের জেরে ওই রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা।পরে ইংরেজবাজার শহর তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তেওয়ারি ঘটনাস্থলে গিয়ে দলীয় কর্মীদের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে দেন।নরেন্দ্রনাথ তেওয়ারি বলেন, ২২ ও ২৬ নং ওয়ার্ডে প্রার্থী বদলের যে দাবি দলীয় কর্মীরা জানিয়েছেন তা নেতৃত্বকে জানানো হচ্ছে। প্রয়োজনে আমি দলীয় পদ থেকে ইস্তফা দেব।

আরও পড়ুন : প্রার্থী পছন্দ নয়,বিক্ষোভ তৃণমূলের একাংশের

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular