শম্ভুনাথ মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা, ইন্ডিয়া নিউজ বাংলা: Tiger sightings in Sundarbans দোলযাত্রা ও হোলি উপলক্ষে সুন্দরবনে ঘুরতে এসে বাঘের দর্শন পর্যটকদের। দক্ষিণ ২৪ পরগনার সাতগাছিয়া বিষ্ণুপুর-২ থেকে পরিবারের সদস্য ও বন্ধুদের নিয়ে ১২ জনের একটি দল নিয়ে বিষ্ণুপুর-২ নং ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সোমাশ্রী বেতাল তিনদিনের জন্য ঘুরতে এসেছিলেন সুন্দরবনে। ভ্রমণে এসে বাঘের দর্শন পেয়ে খুশি সোমাশ্রী বেতাল।
সুন্দরবনের ঝিলা রেঞ্জের চিলমারির জঙ্গলে একটি খাঁড়ি পেরিয়ে রয়্যাল বেঙ্গল টাইগারকে এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে যেতে দেখা যায়। হোলিতে ঘুরতে এসে বাঘের দর্শন পেয়ে খুশি পর্যটক দলটি। প্রথমে বাঘটি চিলমারির জঙ্গলের একটি খাঁড়িতে বেশ কিছুক্ষণ বসে ছিল। পরে খাঁড়ি পেরিয়ে অন্য জঙ্গলের মধ্যে ঢুকে যায়। নদীতে ভ্রমণের সময় পর্যটকরা সেই দৃশ্য দেখে নিজেদের মোবাইল ফোনেই তা ক্যামেরাবন্দি করেন।
Tiger sightings in Sundarbans
আরও পড়ুন : Kharar Municipality ইস্তফা দিলেন বিজেপির সমর্থনে খড়ার পৌরসভায় নির্বাচিত চেয়ারম্যান অদ্যুৎ মণ্ডল
————
Published by Subhasish Mandal