Thursday, November 21, 2024
Homeরাজ্যদক্ষিণ ২৪ পরগণাTiger panic in Kakdwip কাকদ্বীপে দক্ষিণ কাশিয়াবাদের বাতাকাটি জঙ্গলে বাঘের আতঙ্ক, এলাকায়...

Tiger panic in Kakdwip কাকদ্বীপে দক্ষিণ কাশিয়াবাদের বাতাকাটি জঙ্গলে বাঘের আতঙ্ক, এলাকায় বন দফতর ও পুলিশবাহিনী

শম্ভুনাথ মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা, ইন্ডিয়া নিউজ বাংলা: Tiger panic in Kakdwip কাকদ্বীপে এবার বাঘের আতঙ্ক। কাকদ্বীপ ব্লকের ঢোলাহাট থানার দক্ষিণ কাশিয়াবাদের গোবদিয়া নদীর তীরে বাতাকাটি জঙ্গলে বাঘের আতঙ্ক ছড়াল। ঢোলাহাট থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী পৌঁছেছে এলাকায়। বাঘের খোঁজে জঙ্গলে চলছে তল্লাশি চালাচ্ছে বন দফতর এবং স্থানীয়রা।

জানা গিয়েছে স্থানীয় মহিলা কবিতা বর-সহ কয়েকজন মহিলা সকালে নদীতে কাঁকড়া ধরতে যায়। কাঁকড়া ধরার শেষে কবিতা বর যখন জঙ্গলের ভেতর দিয়ে উপরে উঠছে তখন তাঁর চোখের সামনে পড়ে বিশালাকৃতির এক জন্তুটি। কবিতা ধরের কথায় জন্তুটি বাঘ ছিল। সঙ্গে সঙ্গে চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে নদীর চড়ায় পড়ে যায়। তার চিৎকারে দূরে থাকা অন্যান্য মহিলারাও দৌঁড়ে আসেন। কবিতাকে অজ্ঞান অবস্থায় উপরে নিয়ে আসে। স্থানীয় চিকিৎসক চিকিৎসা করার পর জ্ঞান ফিরলে কবিতা জানায় সে সামনে বাঘ দেখেছে। দ্রুত বাঘ দেখার খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। Tiger panic in Kakdwip

এরপর বাঘের আতঙ্কে এলাকার মানুষজন লাঠি-বল্লম, চৌকি, রড  নিয়ে চিৎকার করতে করতে বেরিয়ে পড়ে। খবর দেওয়া হয় বন দফতর এবং ঢোলাহাট থানায়। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী নিয়ে পৌঁছান ঢোলাহাট থানার আইসি। জঙ্গলের তল্লাশি শুরু হওয়ার পাশাপাশি বোমাও ফাটানো হয়। তবে এখনও পর্যন্ত কোনও বাঘের পায়ের ছাপ বা কোনও জন্তুর দেখতে পাওয়া যায়নি। কিছুক্ষণের জন্য তল্লাশি বন্ধ থাকলেও আবারও তল্লাশি শুরু হবে বলে খবর। বাঘের খবর শুনে বেশ কিছু মানুষের একটাই প্রশ্ন এই এলাকায় বাঘ আসবে কী করে? বাঘের মতো দেখতে কোনও বড় জন্তু নয় তো? তবে ভালোভাবে তল্লাশির পর সেই প্রশ্নের উত্তর মিলবে বলে মনে করা হচ্ছে।

Tiger panic in Kakdwip

আরও পড়ুন : Swasthya Sathi card controversy স্বাস্থ্য সাথী প্রকল্পে হাসপাতালের বকেয়া মেটানোর আশ্বাস স্বাস্থ্য সচিবের

————
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular