কৌশিক বোস, দুর্গাপুর, ইন্ডিয়া নিউজ বাংলা : Thriller at Durgapur ঠিক যেন বলিউড থ্রিলার! অন্ডালের কাজোড়া মোড়ের কাছে জাতীয় সড়কের ওপর লক্ষাধিক টাকার ব্যাগ ছিনতাই। খবর পেয়ে পুলিশের ধাওয়া। ছিনতাইকারীরা গাড়ির জানলা দিয়ে টাকা ছড়াচ্ছে। অবশেষে গাড়ি থামাতে সক্ষম পুলিশ। পুলিশের জালে ২ অপরাধী ছিনতাইবাজ। পরে ঘটনার মূলচক্রী গ্রেফতার, সঙ্গে উদ্ধার টাকা ও আগ্নেয়াস্ত্র। সব মিলিয়ে এক রোমহর্ষক চিত্রনাট্যের পরিসমাপ্তি ঘটল দুর্গাপুরে।
সোমবার জামুড়িয়ার বেসরকারি সংস্থায় কর্মরত এক ঠিকাদার সংস্থার কর্মী ৪ লক্ষেরও বেশি টাকা একটি ব্যাগে নিয়ে দুর্গাপুর থেকে জামুড়িয়ার দিকে বাইকে করে যাচ্ছিলেন। দুর্গাপুরের ব্যাঙ্ক থেকে টাকা তুলে সংস্থার কর্মীদের বেতন দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল ওই টাকা। সে সময় একটি চারচাকা গাড়িতে বেশ কয়েকজন দুষ্কৃতী ওই বাইক আরোহীকে ধাওয়া করে কাজোড়া ফ্লাইওভারের কাছে আটকায়। এরপর ওই কর্মীর কাছ থেকে টাকার ব্যাগটি ছিনতাই করে পালায়। সঙ্গে সঙ্গে ওই কর্মী ঠিকাদার সংস্থার উচ্চ আধিকারিকদের ঘটনাটি জানান।
১০০ নম্বরে ডায়াল করে ছিনতাইয়ের খবর Thriller at Durgapur
আরও পড়ুন : Budget Session 2022 : ভারতের অর্থনীতি সবচেয়ে দ্রুত বিকাশশীল বাজেট অধিবেশনে দাবি রাষ্ট্রপতির
ছিনতাইয়ের খবর পেয়েই সংস্থার আধিকারিক অরূপ চ্যাটার্জি ঘটনাটি দ্রুত ১০০ ডায়ালে জানালে অন্ডাল থানার পুলিশ খবর পেয়ে গাড়িটিকে ধাওয়া করে। গাড়িটি আসানসোলের দিকে পালাতে থাকে। ইতিমধ্যেই সব ক’টি পুলিশ পোস্টকে গাড়িটির বিবরণ দিয়ে জানিয়ে দেওয়া হয়। পালানোর সময় গাড়ি থেকে মুঠো মুঠো টাকা ছড়াতেও থাকে দুষ্কৃতীরা। একের পর এক পুলিশি ব্যারিকেড ভেঙে পালাতে থাকে দুষ্কৃতীরা। অবশেষে জাতীয় সড়ক ছেড়ে বারাবনির দিকে পালানোর সময় পুলিশ তাদের ধরে নেয়। মোট ২ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। ধৃতদের নাম বিকাশ সিং ও রঞ্জিত বাউরি। বিকাশের বাড়ি নিমচা ও রঞ্জিতের বাড়ি বারাবনির মদনপুরে। পরে ওই বেসরকারি সংস্থার এক কর্মী রাজু কাজিকে জামুড়িয়া থেকে গ্রেফতরর করে পুলিশ। এই রাজু কাজিই ছিল সোর্স। যার মারফত ছিনতাইবাজরা জানতে পারে যে ওই সময় অফিসের এক কর্মী টাকার ব্যাগ নিয়ে কাজোড়া মোড় দিয়ে যাবে। প্রায় ঘণ্টা দেড়েকরও কম সময়ে দুষ্কৃতীদের ধাওয়া করে গ্রেফতার করতে সক্ষম হলে শেষ হয় পুলিশের রুদ্ধশ্বাস চেজিং। গাড়ি থেকে উদ্ধার হয় টাকা ও একটি আগ্নেয়াস্ত্র। ধৃতদের দুর্গাপুর আদালতে আজ পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানাবে। সংস্থার পক্ষে অরূপ চ্যাটার্জি পুলিশের এই সাফল্যে ধন্যবাদ জানিয়েছেন। ডিসিপি (পুর্ব) অভিষেক গুপ্তা জানান যে, প্রায় ৫ থেকে ৬ জন এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে। ধৃতদের হেফাজতে নিয়ে বাকিদেরও অবিলম্বে গ্রেফতার করা হবে। দেড় ঘণ্টারও কম সময়ে এদিনের অপারেশনটি শেষ হয়েছে বলে জানান এই পুলিশ আধিকারিক।
———–
Published by Subhasish Mandal