Sunday, February 16, 2025
Homeরাজ্যদক্ষিণ ২৪ পরগণাThreatened to leak secret videos গোপন ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেওয়ার হুমকি! স্বামীর...

Threatened to leak secret videos গোপন ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেওয়ার হুমকি! স্বামীর নামে নরেন্দ্রপুর থানায় অভিযোগ স্ত্রীর

শম্ভুনাথ মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা, ইন্ডিয়া নিউজ বাংলা: Threatened to leak secret videos স্ত্রীর গোপন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি ও মারধর করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনায় স্বামীর নামে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের স্ত্রীর। জানা যাচ্ছে, বছর পাঁচেক আগে নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা প্রবীর ধরের সাথে বিয়ে হয় ওই মহিলার। দুজনের বাড়ি পাশাপাশি এলাকায়। দেখাশোনা করেই বিয়ে হয় দুজনের। সম্প্রতি তাঁদের বনিবনা না হওয়ায় মিউচুয়াল ডিভোর্সের আবেদন জানায় স্বামী-স্ত্রী। সেই মামলার সইয়ের জন্য শুক্রবার স্ত্রীকে বাড়িতে ডাকে অভিযুক্ত।

স্ত্রী বাড়িতে এলে তাঁকে দরজা বন্ধ করে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। স্বামীর পাশাপাশি তাঁর পিসিও মারধর করে। মারধর করার পাশাপাশি তাঁর গোপন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ও পর্ন সাইটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। চিৎকার চেঁচামেচি করে প্রতিবেশীদের সাহায্যে কোনও রকমে ঘটনাস্থল থেকে পালিয়ে আসে ওই মহিলা। রাতেই নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের আক্রান্তের। ঘটনার তদন্তে পুলিশ।

Threatened to leak secret videos

আরও পড়ুন : Howrah Student Raped সল্টলেকে গেস্ট হাউসে নিয়ে এসে হাওড়ার ছাত্রীকে ধর্ষণ! অভিযোগে মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার কোচিং সেন্টারের শিক্ষক

————
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular