পীযূষ সরকার, দক্ষিণ দিনাজপুর, ইন্ডিয়া নিউজ বাংলা: Theft in Balurghat Town বালুরঘাট শহরে একের পর এক বাড়িতে চুরি। শুক্রবার সকালে চুরির বিষয়টি নজরে আসে স্থানীয়দের। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। চারটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। বালুরঘাট শহরের নতুন ১৩ নম্বর ওয়ার্ডের চকভৃগু ডাকরা এলাকায় চুরির ঘটনা সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সবমিলিয়ে কয়েক লক্ষ টাকার জিনিস চুরি গেছে বলে খবর।
রাতের অন্ধকারে দুষ্কৃতীরা একাধিক বাড়িতে প্রবেশ করে এবং বাড়ির ভেতরে ঢুকে সোনার গয়না, নগদ টাকা-সহ অন্যান্য আসবাবপত্র নিয়ে চম্পট দেয়। চুরির খবর পেয়ে ঘটনাস্থলে যায় ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অনুশ্রী মহন্ত। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে সবরকম সাহায্যের আশ্বাস দেন তিনি। অন্যদিকে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ। Theft in Balurghat Town
গতকাল রাতে বাড়ির গ্রিল ভেঙে বিপুল সূত্রধরের বাড়িতে ঢুকে সোনার গহনা, নগদ টাকা-সহ অন্যান্য দামি আসবাবপত্র নিয়ে যায়। এরপর পাশের বাড়ি মৃদুল সরকার ও সুবোধ মহন্তর বাড়িতে ঢুকে চুরি করে দুষ্কৃতীরা। পাশাপাশি আজ সকালে অজিত সরকার নামে এক ব্যক্তির বাড়িতেও চুরির ঘটনা ঘটে। সব মিলিয়ে চারটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। প্রায় ১০ লাখ টাকার জিনিস চুরি গেছে বলেই প্রাথমিক অনুমান। Theft in Balurghat Town
এদিন সকালে বাড়ির গ্রিল ভাঙা ও অন্যান্য আসবাবপত্র লণ্ডভণ্ড অবস্থায় দেখে চুরির বিষয়টি বুঝতে পারেন পরিবারের সদস্যরা। এরপরই চাঞ্চল্য ছড়ায়। এদিকে একে একে চারটি বাড়িতেও চুরির ঘটনা ঘটে। এমন ঘটনা সামনে আসতেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও খবর পেয়েই এলাকায় যান বালুরঘাট থানার বিশাল পুলিশবাহিনী। পুরো ঘটনার তদন্ত শুরু করছেন তারা। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ।
Theft in Balurghat Town
————
Published by Subhasish Mandal