এখনও সাবেকিয়ানার ছোঁয়া রয়েছে মাটির প্রদীপে, যুগের পরিবর্তন হলেও এখনও বাজার কাঁপাচ্ছে সেই মাটির প্রদীপই। দীপাবলি উৎসব উপলক্ষে নদিয়ার বিভিন্ন পটুয়াপাড়া থেকে ক্যামেরায় ধরা পড়লো এমনই ছবি।
বৃহস্পতিবার আলোর উৎসব, স্বভাবতই এই উৎসবে আলোর সাজে সেজে ওঠে বাঙালির বসতবাড়ি। একটা সময় বাজারে ঝড় তুলেছিল চিনা লাইট। কার্যত হারিয়ে যেতে বসেছিল মাটির প্রদীপ। তবে বিগত পাঁচ বছর ধরে আবার ঘুরে দাঁড়ায় মাটির প্রদীপ, সেই কারণে মৃৎশিল্পীদের মুখে ফের হাসি ফুটে উঠেছে।
আরও পড়ুন: Lakshmi Puja: জানেন কি ঝাড়গ্রামের হাড়দায় দেবী লক্ষ্মীর সঙ্গে সরস্বতীরও আরাধনা হয়?
এই সব প্রদীপকে আরও আকর্ষণীয় করে তুলতে বিভিন্ন সাজে সাজিয়ে তোলা হচ্ছে, আর তাই চাহিদাও বেড়ে চলেছে হু হু করে। চাহিদা অনুযায়ী জোগান দিতে তাই আগের থেকে বেশি সংখ্যক কর্মচারী নিয়ে প্রদীপ তৈরির কাজ করতে হচ্ছে। দীপাবলির উৎসবেই যেন নতুন করে আশার আলো দেখতে পাচ্ছে মৃৎশিল্পীরা।