Sunday, February 16, 2025
Homeরাজ্যনদিয়াTET Candidates Protests in Nadia স্বেচ্ছা-মৃত্যুর আবেদন নিয়ে জেলাশাসকের দফতরে বিক্ষোভ টেট...

TET Candidates Protests in Nadia স্বেচ্ছা-মৃত্যুর আবেদন নিয়ে জেলাশাসকের দফতরে বিক্ষোভ টেট উত্তীর্ণদের

সুরজিৎ দাস, নদিয়া, ইন্ডিয়া নিউজ বাংলা : TET Candidates Protests in Nadia সপরিবারে স্বেচ্ছা-মৃত্যুর আবেদন নিয়ে জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখাল টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা। শুক্রবার নদিয়ার কৃষ্ণনগরে জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখায় একাধিক পরীক্ষার্থীরা। এর আগেও তাঁদের নিয়োগের দাবিতে একাধিকবার প্রশাসনের দফতরে বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা।

বিক্ষোভকারীদের দাবি, ২০১৪ সালে পরীক্ষায় বসে উত্তীর্ণ হয়েছিলেন তাঁরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিল তাঁদের ধাপে ধাপে নিয়োগ করা হবে। কিন্তু প্রাথমিকভাবে ১২ হাজার নিয়োগ করানোর পর পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়া। এরপর বেশ কয়েক বছর কেটে গেলেও আর নতুন করে নিয়োগ করা হয়নি। এর আগেও একাধিকবার প্রশাসনের বিভিন্ন দরজায় ঘুরেছেন এবং বিক্ষোভ দেখিয়েছেন। কিন্তু কোনও লাভ হয়নি।

নিয়োগপত্র দিক, না হলে স্বেচ্ছা-মৃত্যুর অনুমতি দিক TET Candidates Protests in Nadia

এবার সপরিবারে স্বেচ্ছা মৃত্যুর আবেদন নিয়ে জেলাশাসকের দফতরে বিক্ষোভ দেখাল তাঁরা। তাঁদের দাবি, লাখ লাখ টাকা খরচ করে পড়াশোনা করেছে। কিন্তু তাঁদের যদি বেকার অবস্থায় নিয়োগ না করা হয়, তাঁরা না খেয়ে পরিবার নিয়ে মরবে। এই পরিস্থিতিতে সরকার অবিলম্বে তাঁদের নিয়োগপত্র হাতে তুলে দিক। না হলে স্বেচ্ছা-মৃত্যুর অনুমতি দিক।

TET Candidates Protests in Nadia

আরও পড়ুন : English Bazar Municipality ইংরেজবাজার পৌরসভায় ২৯টি ওয়ার্ডের মধ্যে ১৭টিতেই মহিলা প্রার্থী তৃণমূলের

———–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular