রনিক দত্ত, বিধাননগর, ইন্ডিয়া নিউজ বাংলা: দক্ষিণ দমদম পৌরসভার বাসিন্দারা এবার থেকে করোনার দ্বিতীয় ডোজের সার্টিফিকেট দেখাতে পারলেই মিলবে বকেয়া ট্যাক্সের ২৫ শতাংশ ছাড়। হ্যাঁ, এবার এই অভিনব উদ্যোগের কথা ঘোষণা করল দক্ষিণ দমদম পৌরসভা। পাশাপাশি ছাত্র-ছাত্রী বা স্কুলছুটরা ভ্যাকসিন নিলেই মিলবে ক্রীড়া সরঞ্জাম। দক্ষিণ দমদম পৌরসভার এই উদ্যোগে একদিনে টিকাকরণের লাইনে দেখা গেল বেশ ভিড়। পুরসভার বকেয়া ট্যাক্সের ২৫ শতাংশ ছাড়ের ঘোষণাতেও খুশি পৌর নাগরিকরা।
ভ্যাকসিন নিলেই ট্যাক্সে ছাড় Tax exemption only if vaccinated
করোনা আবহে ছাত্র-ছাত্রীদের বা স্কুলছুট ১৫ থেকে ১৮ বছর বয়সিদের মধ্যে দেখা যাচ্ছে তারা ভ্যাকসিন নিতে ভয় পাচ্ছে। স্কুল যেহেতু বন্ধ সেই কারণে ছেলেমেয়েরা ভ্যাকসিন নিতেই আসছিল না। সেই কারণে তাদের টিকাকরণের উৎসাহ দিতে দক্ষিণ দমদম পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের প্রশাসকমণ্ডলীর সদস্য দেবাশিস বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিয়েছেন পড়ুয়ারা ভ্যাকসিন নিলে মিলবে ক্রীড়া সরঞ্জাম। সেই উদ্যোগ নেওয়ার পরে দেখা যাচ্ছে প্রায় ৮০ জন একদিনে ভ্যাকসিন নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে। অন্য দিন দেখা যেত ৫ জন থেকে ৬ জন ভ্যাকসিন নিতে আসত। সেখানে সম্পূর্ণ আজ অন্য চিত্র দেখা গেল দক্ষিণ দমদম পুরসভায়। আজ এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হল টিকাকরণের।
—–
Published by Subhasish Mandal