সুরজিৎ দাস, নদিয়া, ইন্ডিয়া নিউজ বাংলা : Taherpur Municipality শপথ গ্রহণ অনুষ্ঠান হল রাজ্যের মধ্যে একমাত্র বিরোধী পুরবোর্ড তাহেরপুরে। পুরসভায় আজ শপথ নেন নবনির্বাচিত ১৩ জন কাউন্সিলার। শপথবাক্য পাঠ করান রানাঘাট মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর কৌশিক প্রামানিক। শপথ গ্রহণ অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের ৫ জন কাউন্সিলার অংশ নিলেও চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচনে অংশ নেয়নি তৃণমূল কাউন্সিলাররা।
এদিন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উত্তমানন্দ দাস এবং ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শোভা শীল। তাহেরপুরে বামেদের পুরবোর্ড গঠনকে কেন্দ্র করে ছিল টানটান উত্তেজনা। দুপক্ষেরই মুহুর্মুহু স্লোগানের মধ্য দিয়ে শপথ নেন নবনির্বাচিত কাউন্সিলরা। তবে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ১৩ আসন বিশিষ্ট তাহেরপুর পুরসভায় ৮টি ওয়ার্ড জিতেছে সিপিআইএম এবং ৫টি ওয়ার্ড দখল করেছে তৃণমূল কংগ্রেস।
Taherpur Municipality
আরও পড়ুন : Jaynagar Majilpur Municipality জয়নগর-মজিলপুর পৌরসভায় শপথ নিলেন কাউন্সিলাররা
————
Published by Subhasish Mandal