Wednesday, December 4, 2024
Homeরাজ্যনদিয়াTaherpur Municipality রাজ্যের একমাত্র বিরোধী পুরবোর্ড তাহেরপুরে শপথ অনুষ্ঠান কাউন্সিলারদের

Taherpur Municipality রাজ্যের একমাত্র বিরোধী পুরবোর্ড তাহেরপুরে শপথ অনুষ্ঠান কাউন্সিলারদের

সুরজিৎ দাস, নদিয়া, ইন্ডিয়া নিউজ বাংলা : Taherpur Municipality শপথ গ্রহণ অনুষ্ঠান হল রাজ্যের মধ্যে একমাত্র বিরোধী পুরবোর্ড তাহেরপুরে। পুরসভায় আজ শপথ নেন নবনির্বাচিত ১৩ জন কাউন্সিলার। শপথবাক্য পাঠ করান রানাঘাট মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর কৌশিক প্রামানিক। শপথ গ্রহণ অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের ৫ জন কাউন্সিলার অংশ নিলেও চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচনে অংশ নেয়নি তৃণমূল কাউন্সিলাররা।

এদিন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উত্তমানন্দ দাস এবং ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শোভা শীল। তাহেরপুরে বামেদের পুরবোর্ড গঠনকে কেন্দ্র করে ছিল টানটান উত্তেজনা। দুপক্ষেরই মুহুর্মুহু স্লোগানের মধ্য দিয়ে শপথ নেন নবনির্বাচিত কাউন্সিলরা। তবে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ১৩ আসন বিশিষ্ট তাহেরপুর পুরসভায় ৮টি ওয়ার্ড জিতেছে সিপিআইএম এবং ৫টি ওয়ার্ড দখল করেছে তৃণমূল কংগ্রেস।

Taherpur Municipality

আরও পড়ুন : Jaynagar Majilpur Municipality জয়নগর-মজিলপুর পৌরসভায় শপথ নিলেন কাউন্সিলাররা

আরও পড়ুন :  Swasthya Sathi Card Fraud in East Burdwan স্বাস্থ্য সাথী কার্ড জালিয়াতির ঘটনায় তদন্ত কমিটি গঠন জেলা স্বাস্থ্য দফতরের

————
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular