Suvendu Adhikari
ইন্ডিয়া নিউজ বাংলা
বিধাননগর : বিধাননগরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির মিছিল ঘিরে অশান্তি। সল্টলেকে বিজেপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ এবং অভিযুক্তদের শাস্তির দাবিতে এই কর্মসূচীর ঘোষণা করেছিল ভারতীয় জনতা পার্টি। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি কর্মীরা বিধান পুলিশ কমিশনারেটের দিকে এগিয়ে য়ান। বিশাল পুলিশ বাহিনী তাদের পথ আটকায়। পুলিশের সঙ্গে বাদানিবাদে জড়িয়ে পড়েন শুভেন্দু। তিনি পুলিশের উদ্দেশ্যে বলেন পুলিশের উর্দি খুলে তৃণমূলে নাম লেখান। পুলিশের বাধা পেয়ে পুলিশ কমিশনারেটে সামনে রাস্তাতেই বসে পড়েন শুভেন্দু অধিখারীসহ বিজেপি কর্মীরা।
শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল Suvendu Adhikari
বিরোধী দলনেতার অভিযোগ, রাজ্যে জরুরি অবস্থা জারির মতো পরিস্থিতি তৈরি করেছে। পুরভোটের আগে সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করেছে রাজ্যের শাসক দল। তাঁর মন্তব্য, ‘‘বাংলা গণতন্ত্রের গ্যাস চেম্বারে পরিণত হয়েছে। রাজ্যপাল যা বলেছেন, ঠিক বলেছেন।’’
বিজেপির নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর Suvendu Adhikari
প্রসঙ্গত গত ১ ফেব্রুয়ারি বিধাননগরের বিজে ব্লকে বিজেপির নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর করে দুষ্কৃতীরা। বিজেপির দাবি, এই কাজ তৃণমূলের। রাতেই সেখানে যান শুভেন্দু অধিকারী। দুষ্কৃতীদের গ্রেফতারির দাবিতে পরদিন বিধাননগর পূর্ব থানা ঘেরাও করেন বিজেপি কর্মী সমর্থকরা। কিন্তু এখনো পর্য়ন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশের উদ্দেশ্যে বিরোধী নেতার প্রশ্ন আট দিন কেটে যাওয়ার পরও কাউকে ধরা হয়নি কেন। শুভেন্দুর কটাক্ষ , ‘‘৮০০ বিজেপি কর্মীকে আটকাতে দু’হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।’’
Suvendu Adhikari
Publish by Monirul Hossain