Suvendu Adhikari On Anubrata Mondal
ইন্ডিয়া নিউজ বাংলা
কলকাতা : বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাংগঠনিক বৈঠক চলাকালীন অসুস্থ বোধ করেন অনুব্রত মণ্ডল। তাকে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে উডর্বান ব্লকে। এখানে তার স্বাস্থ্য পরীক্ষা করেন বিশেষজ্ঞ ডাক্তাররা। স্বাস্থ্য পরীক্ষার পর অনুব্রত মণ্ডল এসএসকেএম থেকে বেরিয়ে আসার সময় বলেন, অসুস্থ বোধ করছিলাম প্রেসার হাই রয়েছে, তাই পি জি হাসপাতালে এসেছিলাম।
বিজেপির তিন রত্ন। ইডি, সিবিআই আর অর্থ : মমতা (BJP’s three gems. ED, CBI and money: Mamata)
এদিকে, বীরভূমের ইলামবাজারের গোপালনগরের বিজেপি কর্মী গৌরব সরকারের খুনের অভিযোগে যে মামলা দায়ের হয়েছে, তারই তদন্তে অনুব্রতকে তলব করেছে সিবিআই।পরপর দু’বার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তলব করলেও হাজিরা এড়িয়ে গিয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি ‘অসুস্থ’, তাই হাজিরা দিতে পারছেন না বলে ইতিমধ্যেই সিবিআইকে জানিয়েছেন তিনি। অনুব্রতকে সিবিআইয়ের তলব নিয়ে আজ কেন্দ্রের শাসকদলকে নিশানা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন ভোট এলেই সিবিআই ইডিকে ব্যবহার করা হয়। তিনি বলেন বিজেপির তিন রত্ন। ইডি, সিবিআই আর অর্থ।” কেন্দ্রীয় সংস্থাকে লেলিয়ে দেওয়ার অভিযোগ করেন তিনি। তিনি বলেন বীরভূমে পুরভোট সামনে বলেই অনুব্রতকে তলব করছে সিবিআই। একই সঙ্গে তিনি বলেন অভিষেক গোয়াতে যখন বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে তখন তার আপ্তসহায়ককে সিবিআই ডেকে পাঠিয়েছে। এভাবেই বিরোধীদের পিছনে লেলিয়ে দেওয়া হচ্ছে সিবিআইকে ইডিকে।
সিবিআইয়ের কাছে তিনি আবেদন জানাবেন যে অনুব্রতকে যেন দিল্লির AIIMS-কে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। এত গুরুতর অসুস্থকে SSKM-এ রাখা যাবে না : শুভেন্দু ( Shuvendu will appeal to the) CBI
অনুব্রত মন্ডলের অসুস্থতা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার হুগলিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, ” সিবিআইয়ের কাছে তিনি আবেদন জানাবেন যে অনুব্রতকে যেন দিল্লির AIIMS-কে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। এত গুরুতর অসুস্থকে SSKM-এ রাখা যাবে না।” পাশাপাশি তৃণমূল নেত্রীর বক্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে শুভেন্দু অধিকারি বলেন ‘উনি যেমন করেন সিআইডিকে, জ্ঞানবন্ত সিং কে ব্যবহার করেন। উনি যেমন ডিজি এবং গোটা পশ্চিমবঙ্গের পুলিশকে দিয়ে বিরোধীদের দমন পীড়ন করান, মিথ্যা মামলা করেন। সে ভাবে সিবিআই ইডিকে নিয়ন্ত্রণ করতে পারছেন না।’ শুভেন্দু আরও বলেন, ‘ওনার জেনে রাখা দরকার, সিবিআই বা ইডি-র ডিরেক্টরের সিলেকশনটা হয় প্রধানমন্ত্রীর চেয়ারে। সেখানে উপস্থিত থাকেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং লোকসভার প্রধান বিরোধী দলনেতা। এই ডিরেক্টর সিলেকশন কোনও রাজনৈতিক দল পরিচালনা করতে পারে না। এগুলো জানেন না বলেই ধরনের কথাবার্তা বলছেন।’