Saturday, November 23, 2024
Homeরাজ্যSundarban Tiger Attack : সুন্দরবনে ফের বাঘের হানা, কাঁকড়া ধরতে...

Sundarban Tiger Attack : সুন্দরবনে ফের বাঘের হানা, কাঁকড়া ধরতে গিয়ে প্রাণ গেল মৎস্যজীবীর

ইন্ডিয়া নিউজ বাংলা

  Sundarban Tiger Attack  শম্ভুনাথ মন্ডল, দক্ষিণ ২৪ পরগণা  : ফের কাঁকড়া ধরতে গিয়ে প্রাণ গেল এক মৎস্যজীবীর। গভীর জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ। রবিবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সুন্দরবনের বসিরহাট রেঞ্জ অফিসের ঝিলার জঙ্গলে। মৃতের নাম অরবিন্দ বিশ্বাস। সুন্দরবনের কুমীরমারির বাসিন্দা। জানা গিয়েছে, অরবিন্দের বাড়িতে তাঁর স্ত্রী ও দুই ছেলে রয়েছে। কাঁকড়া ধরতে যাওয়ায় অরবিন্দের কাছে কোনও সরকারি পরিচয়পত্র ছিল না। বাড়িতে তাঁর স্ত্রী ও দুই ছেলে রয়েছে। কাঁকড়া ধরতে যাওয়ায় অরবিন্দের কাছে কোনও সরকারি পরিচয়পত্র ছিল না।

 নৌকা থেকে নামতেই ঝাঁপিয়ে পড়ে বাঘ  Sundarban Tiger Attack

রবিবার ভোর থাকতেই নৌকা চেপে ঝিলার তিন নম্বর জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন অরবিন্দ বিশ্বাস। সঙ্গী ছিলেন আরও দুজন। সেখানে নৌকা থেকে নামতেই অরবিন্দের উপর ঝাঁপিয়ে পড়ে বাঘ। টেনে নিয়ে যায় গভীর জঙ্গলে। কোনওরকমে প্রাণ বাঁচিয়ে ফিরে আসেন সঙ্গী দুজন। বাঘের মুখ থেকে দেহ ছিনিয়ে আনার সাহস হয়নি তাঁদের। তবে ফিরে এসেই নিকটবর্তী রেঞ্জ অফিসে খবর দেন তাঁরা। রেঞ্জ অফিসের আধিকারিকরা ছুটে যান ঘটনাস্থলে।  জঙ্গলের মধ্যে থেকে অরবিন্দের  দেহ উদ্ধার করা হয়।

  Sundarban Tiger Attack

আর ও পড়ুন  Leopard Rescue in Cooch Behar ঘুমপাড়ানি গুলি ছুড়ে বাগে এল চিতা, ছাড়া হবে জলদাপাড়ায়

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular