উষ্ণীষ ঘোষ, বারাসত, ইন্ডিয়া নিউজ বাংলা : Sukanta Majumdar in Barasat ‘পাড়ায় সুকান্তদা’–– বিজেপির এই কর্মসূচিতে উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রাম দোলতলায় বৃহস্পতিবার পুরনির্বাচনের প্রচারে উপস্থিত বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মূলত মধ্যমগ্রামের বিজেপি প্রার্থীদের সমর্থনে মধ্যমগ্রামে ‘পাড়ায় সুকান্তদা’ কর্মসূচিতে আসলেন রাজ্য বিজেপির সভাপতি। চায়ে পে চর্চার সাথেই চলে দলীয় প্রার্থীদের সাথে আলাপচারিতা। এদিন বিজেপি রাজ্য সভাপতিকে সংবর্ধনা দেওয়ার পর প্রত্যেক প্রার্থীকেও পরিয়ে দেওয়া হল ভারতীয় জনতা পার্টির উত্তরীয়। উপস্থিত ছিলেন বারসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র-সহ স্থানীয় নেতৃত্ব।
‘মুখ্যমন্ত্রীর নেতৃত্বে লুট চলছে’ Sukanta Majumdar in Barasat
আগামী ২৭ ফেব্রুয়ারি বিজেপিকে ভোট দিয়ে সকল প্রার্থীকে যেন জয়যুক্ত করা হয় সাধারণ মানুষকে তারজন্য আবেদন জানান সুকান্ত মজুমদার। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি রাজ্য সরকারের সমালোচনায় মুখর হন। তিনি বলেন, ‘শিক্ষাব্যবস্থা বেসরকারিদের হাতে তুলে দেওয়ার একটা চক্রান্ত চলছে রাজ্য সরকারের তরফ থেকে। বেশ কয়েক বছর ধরে শিক্ষক নিয়োগ বন্ধ এ রাজ্যে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে লুট চলছে, শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার চক্রান্ত চলছে, চরম নৈরাজ্য চলছে। সেই কারণে বাংলার মানুষের কাছে আবেদন যারা শিক্ষা ও সংস্কৃতিকে পছন্দ করেন, তাদের সকলকে এই লড়াইয়ে নামতে হবে।’
———–
Published by Subhasish Mandal