অমিত সরকার, কোচবিহার, ইন্ডিয়া নিউজ বাংলা: Storm and Rain in Cooch Behar রবিবার সন্ধেয় কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে প্রাণ গেল কোচবিহারের ২ জনের। লণ্ডভণ্ড হয়ে গিয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা। ঝড়ের রাতেই দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ।
রবীন্দ্রনাথ ঘোষ পরিদর্শন করে যাওয়ার কিছুক্ষণ পর থেকেই শুরু হয় বৃষ্টি। কোথাও ভারী, কোথাও মাঝারি। কোচবিহার ১ নং ব্লকের শুকটাবাড়ি এলাকায় ঝড়ের দাপটে এলোমেলো হয়ে যায় বিস্তীর্ণ এলাকা। উপড়ে যায় বহু গাছ। বহু বাড়ির টিনের ছাউনি উড়ে যায়। সেই সময়ই কোচবিহার ১ নম্বর ব্লকের বাসিন্দা জাহাঙ্গির আলমের উপর উড়ে একটি টিনের ছাউনি পড়ে। সেই ঘটনার জেরে মৃত্যু হয় তাঁর। এদিকে বাজ পড়ে মৃত্যু হয় ঘুঘুমারি এলাকার বাসিন্দা দেবদাস পালের। Storm and Rain in Cooch Behar
এ বিষয়ে কোচবিহারের সদর মহকুমা শাসক শেখ রাকিবুর রহমান জানান, “ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জাহাঙ্গির আলম নামে এক যুবকের ঝড়ে উড়ে আসা টিন চাপা পড়ে মৃত্যু হয়েছে। দেবদাস পাল নামের আরেকজন বাজ পড়ে মারা গিয়েছেন।” Storm and Rain in Cooch Behar
গতকাল রাতেই ঘটনাস্থলে যান তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। পুরোপুরি তছনছ হয়ে গেছে গোটা এলাকা। দুজনের মৃত্যু-সহ আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁরা ইতিমধ্যে কোচবিহার এম জে এন হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন। Storm and Rain in Cooch Behar
প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হতেই এলাকার ক্ষয়ক্ষতি খতিয়ে দেখা হচ্ছে। বহু বাড়ি ভেঙেছে। সেখানকার বাসিন্দাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে নিরাপদ আশ্রয়ে। খুলে দেওয়া হয়েছে বহু স্কুল। সব মিলিয়ে ঝড়-বৃষ্টির জেরে প্রবল ক্ষতির মুখে কোচবিহারের একাংশের বাসিন্দারা।
Storm and Rain in Cooch Behar
Published by Subhasish Mandal