অমিত সরকার, কোচবিহার, ইন্ডিয়া নিউজ বাংলা : পাত্রীর মেহেন্দি থেকে গায়ে হলুদ, প্যান্ডেল থেকে ভূরিভোজ সমস্ত প্রস্তুতি প্রায় শেষ। বাড়িতে আত্মীয়স্বজনের ভিড়। কিন্তু বাঁধ সাধল প্রশাসন। প্রশাসনের তৎপরতায় আটকে গেল নাবালিকার বিয়ে। ঘটনাটি কোচবিহার জেলার দিনহাটা ২ নং ব্লকের গোবরাছাড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের খামারবক্সি এলাকার।
১৬ বছরের নাবালিকার বিয়ে আটকাল প্রশাসন Stopped Minor Marriage
জানা যায় গোবরাছাড়ার ১৬ বছরের নাবালিকার সঙ্গে ওই গ্রাম পঞ্চায়েতেরই এক যুবকের বিয়ে ঠিক হয়। সোমবার ছিল বিয়ের দিন। খবর পেয়ে বিয়ের ঠিক আগ মুহূর্তে নাবালিকার বাড়িতে গিয়ে হাজির হন প্রশাসনের লোকজন। এরপর মেয়ের বাবা-মাকে বোঝান এবং প্রশাসনের কাছে মেয়ের বাবা-মা ভুল স্বীকার করেন। তাঁরা নাবালিকা মেয়েকে ১৮ বছর পার না হলে বিয়ে দেবেন না বলেও অঙ্গীকার করেন। গোবরাছাড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েত নির্বাহী সহায়ক সুদীপ ঘোষ ও প্রধান মমতাজ বেগম বলেন, ‘নাবালিকার বিয়ে হচ্ছে খবর পেয়ে আমরা গিয়েছিলাম। সেই বাড়িতে গিয়ে মেয়ের বাবা-মাকে বোঝাই। তাঁরাও স্বীকার করে নিয়েছেন যতদিন না পর্যন্ত তাঁদের মেয়ে সাবালক হয়, ততদিন মেয়েকে বিয়ে দেবেন না।’
—–
Published by Subhasish Mandal