Friday, November 22, 2024
Homeরাজ্যআলিপুরদুয়ারStolen teak wood recovered at Alipurduar পঞ্চাশ লক্ষ টাকার চোরাই সেগুন কাঠ...

Stolen teak wood recovered at Alipurduar পঞ্চাশ লক্ষ টাকার চোরাই সেগুন কাঠ উদ্ধার আলিপুরদুয়ারে

অনিসা পোদ্দার, আলিপুরদুয়ার, ইন্ডিয়া নিউজ বাংলা : চোরাই কাঠের পাচারকারীদের বিরুদ্ধে ফের বড়সর সাফল্য পেল আলিপুরদুয়ার জেলা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার পুলিশ জাতীয় সড়কে পরিবহন দফতরের আধিকারিকদের নিয়ে নাকা চেকিং শুরু করে। বুধবার রাতে অসম থেকে শিলিগুড়ির দিকে যাওয়ার সময় একটি রাজস্থানের নম্বর প্লেট লাগানো ট্রেলারকে তল্লাশির জন্য আটকানো হয়। ওই ট্রেলারটি তল্লাশি করে প্রচুর পরিমাণে সেগুন কাঠ পাওয়া যায়। প্রায় ৬০০ সিএফটি সেগুন কাঠের কোনও বৈধ কাগজ ছিল না। জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জানান, ‘এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত কাঠের মূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকা।’

পঞ্চাশ লক্ষ টাকার চোরাই সেগুন কাঠ উদ্ধার Stolen teak wood recovered at Alipurduar 

আরও পড়ুন : Protest over BJP leader’s death in Alipurduar যুব মোর্চা নেতার অস্বাভাবিক মৃত্যু! আলিপুরদুয়ারের চৌপথিতে পথ অবরোধ বিজেপির

——-
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular