Sunday, November 24, 2024
Homeরাজ্যstolen teak wood recovered উদ্ধার প্রচুর পরিমাণে চোরাই সেগুন কাঠ, ফুলবাড়িতে গ্রেফতার...

stolen teak wood recovered উদ্ধার প্রচুর পরিমাণে চোরাই সেগুন কাঠ, ফুলবাড়িতে গ্রেফতার ২

প্রসেনজিৎ রাহা, শিলিগুড়ি, ইন্ডিয়া নিউজ বাংলা : এনজেপি থানার সাদা পোশাকের পুলিশের বিশেষ অভিযানে একটি ট্রাক থেকে উদ্ধার হল লক্ষাধিক টাকার বার্মা সেগুন কাঠ। গোপন সূত্রের ভিত্তিতে পুলিশের কাছে খবর আসে যে ফুলবাড়ি সংলগ্ন জটিয়াকালি হয়ে  একটি UP 23-T 9125 নম্বরের  ফুলপঞ্জাব ট্রাক চোরাই কাঠ নিয়ে কলকাতার উদ্দ্যেশে যাচ্ছে।

stolen teak wood recovered উদ্ধার প্রচুর পরিমাণে চোরাই সেগুন কাঠ

আরও পড়ুন : Terrible fire under Alipurduar flyover আলিপুরদুয়ার ফ্লাইওভারের নীচে ভয়ানক অগ্নিকাণ্ড, জীবন্ত দগ্ধ ১

সেই সূত্র ধরে বৃহস্পতিবার দুপুরে জটিয়াকালি এলাকায় নজরদারি চালায় এনজেপি থানার সাদা পোশাকের পুলিশের একটি দল। সেই মতো গাড়িটিকে আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় গাড়ি ভর্তি চোরাই সেগুন কাঠ। যার আনুমানিক বাজার মুল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা গেছে অসম থেকে কলকাতার উদ্দ্যেশে এই কাঠগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনায় সাব্বির হোসেন ও এমডি নাসের নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় আর কেও জড়িত কিনা তা তদন্ত করছে পুলিশ। শুক্রবার ধৃত দুই অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।

—————-
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular