সুপ্রিয় বসাক, জলপাইগুড়ি, ইন্ডিয়া নিউজ বাংলা: Special Female Police Force in Jalpaiguri বাছাই করা মহিলা পুলিশদের নিয়ে একটি বিশেষ বাহিনী গড়ছে জলপাইগুড়ি জেলা পুলিশ। জলপাইগুড়ি শহর ও পার্শ্ববর্তী এলাকায় মহিলাদের ওপর অত্যাচার, অপরাধ ও ইভটিজিং রুখতেই এই মহিলা পুলিশ বাহিনী গড়ে তোলা হচ্ছে।
এজন্য তাঁদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে। জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্তের তত্ত্বাবধানে তৈরি এই বিশেষ বাহিনীতে ৩০ জন মহিলা পুলিশ রয়েছেন। শহরের বিভিন্ন প্রান্তে দিনভর স্কুটি নিয়ে টহলদারি করতে দেখা যাবে এই মহিলা পুলিশদের। Special Female Police Force in Jalpaiguri
জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, জলপাইগুড়িতে মহিলাদের ওপর বিভিন্ন রকমের অত্যাচার, অপরাধ ও ইভটিজিং রুখতেই মূলত এই মহিলা পুলিশ বাহিনী গড়ে তোলা হচ্ছে। শহরে টহলদারি করার জন্য তাঁদের স্কুটি দেওয়া হচ্ছে।
Special Female Police Force in Jalpaiguri
আরও পড়ুন: Heavy storms and rains in Nagrakata আধঘণ্টার ঝড়ে লণ্ডভণ্ড নাগরাকাটা, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা
Published by Subhasish Mandal