ইন্ডিয়া নিউজ বাংলা
Bodies of mother and two children recovered
শম্ভুনাথ মন্ডল, দক্ষিণ ২৪ পরগণা : বন্ধ ঘরের দরজা ভেঙে উদ্ধার করা হলো মা ও দুই শিশু সন্তানের দেহ l মর্মান্তিক এই ঘটনা ঘটেছে কুলতলি থানা এলাকার ৪ নম্বর গরানকাটি গ্রামের নিমতলাতে l স্থানীয় বাসিন্দা পেশায় দর্জি আমিরুল সর্দার কাজের তাগিদে থাকেন হাওড়ায় । আমিরুলের বাবা সাহেব আলী সর্দারও থাকেন আন্দামানে l বাড়িতে থাকত আমিরুলের স্ত্রী রিজিয়া সর্দার(২৬) ও ৫ বছরের শিশুপুত্র আরিয়ান ও ৩ বছরের শিশুপুত্র রায়হান l ওই দম্পতির ৯ বছরের বড় মেয়ে তার দিদার সঙ্গে থাকে পাশের পিসির বাড়িতে l
বন্ধ ঘরের মধ্যে থেকে মা ও তার দুই শিশুপুত্রর দেহ উদ্ধার Bodies of mother and two children recovered
শনিবার সকালে যখন রিজিয়ার শ্বাশুড়ি বৌমাকে ডাকাডাকি করে, তখন দেখা যায় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ lকিন্তু কোন সাড়া না মেলায় তাতে সন্দেহ বাড়ে। এরপর স্থানীয় প্রতিবেশীদের বিষয়টি জানাতেই প্রতিবেশীরা এসে বন্ধ ঘরের দরজা ভেঙেই দেখে যে ঘরের মধ্যে রিজিয়া ও তার দুই শিশুপুত্রর মৃতদেহ পড়ে রয়েছে l ঘরের মধ্যে থেকে কটু গন্ধ বের হতে থাকায় তাদের ধারণা যে সম্ভবত রিজিয়া কীটনাশক পান করে দুই শিশুপুত্র সহ নিজে আত্মহত্যা করেছে l এদিকে খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ ভিড় করে সেখানে lএরপর খবর পেয়ে কুলতলি থানার আইসি অর্ধেন্দুশেখর দে সরকারের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে আসে এবং ওই বাড়ির মধ্যে থেকে তিনটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় l কি কারণে রিজিয়া তার দুই সন্তানকে মেরে নিজে আত্মঘাতী হল সে বিষয়ে সন্দিহান গ্রামবাসীরা l পুলিশ ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে l
Bodies of mother and two children recovered
আর ও পড়ুন Alleged rape in South 24 Parganas টিউশন পড়তে গিয়ে ধর্ষণের শিকার চতুর্থ শ্রেণির ছাত্রী