শম্ভুনাথ মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা, ইন্ডিয়া নিউজ বাংলা : Sonarpur-Rajpur Municipality Election পৌর নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী বাছাই নিয়ে তৃণমূল কংগ্রেসের সোনারপুর-রাজপুর পৌরসভায় ভাঙন অব্যাহত। ৮ নম্বর ওয়ার্ডে টিকিট না পেয়ে নির্দল হিসাবে কার্তিক বিশ্বাসের প্রার্থী হওয়ার পর এবার টিকিট না পেয়ে নিজেকে নির্দল হিসাবে ঘোষণা করলেন ২৪ নম্বর ওয়ার্ডের সভাপতি উত্তম সরকার।
বিজেপি করতেন তাঁকেই তৃণমূল প্রার্থী করার অভিযোগ Sonarpur-Rajpur Municipality Election
২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি উত্তম সরকারের অভিযোগ, ‘তৃণমূল প্রার্থী রাজীব পুরোহিত এই ওয়ার্ডে বিগত পাঁচ বছর ধরে কাউন্সিলার ছিলেন সিপিএমের। ওয়ার্ডের কোনও উন্নয়ন তিনি করেননি। এমনকী বিধানসভা নির্বাচনের আগে বিজেপি করেছেন। অথচ সেই রাজীব পুরোহিতকেই প্রার্থী করেছে দল।’ এই ক্ষোভ থেকেই দলের কর্মীদের নিয়ে রবিবার দল ছেড়ে নির্দল হলেন উত্তম সরকার। এদিকে বিষয়টি নিয়ে গুরুত্ব দিতে রাজি নন ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রাজীব পুরোহিত। তিনি বলেন, ‘সভাপতি নিজেই দলবিরোধী কাজ করছেন। সাধারণ তৃণমূল কর্মীরা তাঁর সাথে আছেন। এই ওয়ার্ডে তাঁর জয় নিশ্চিত।’
পাশাপাশি সোনারপুর-রাজপুর পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডে প্রার্থী বদলের দাবিতে তৃণমূল কর্মী সমর্থকদের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। টাকা নিয়ে টিকিট দেওয়ার অভিযোগ উঠল সোনারপুর উত্তর বিধানসভার বিধায়কের বিরুদ্ধে।
———–
Published by Subhasish Mandal