শম্ভুনাথ মণ্ডল, দক্ষিণ ২৪পরগনা, ইন্ডিয়া নিউজ বাংলা : পাথরপ্রতিমা ব্লকের দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ দুর্গাপুর রথতলা এলাকার বাসিন্দা বছর ২৪-এর প্রভাকর মণ্ডল। ইতিমধ্যেই সর্পপ্রেমী হিসেবে এলাকায় নজর কেড়েছেন। ইয়াস ঝড়ের পর সুন্দরবনের প্রত্যন্ত এলাকা পাথরপ্রতিমা ব্লকের বিভিন্ন প্রান্তে বিষাক্ত সাপের প্রাদুর্ভাব বেড়েছে। এলাকার মানুষজন যখন কোনও সাপ দেখতে পান সঙ্গে সঙ্গে ডাক পড়ে প্রভাকরের। দৌড়ে গিয়ে সাপটি উদ্ধার করে বাড়িতে এনে সেবা-শুশ্রূষার করানোর পর বন দফতরের হাতে তুলে দেন সাপগুলিকে। এ কাজে তাঁকে সাহায্য করে তাঁর দুই ছেলেও। গত ১ মাসে প্রায় ২৩টি বিষাক্ত কেউটে সাপকে জনতার হাত থেকে রক্ষা করে বন দফতরের হাতে তুলে দেওয়ায় সর্পপ্রেমী প্রভাকর মণ্ডলকে ধন্যবাদ জানালেন রামগঙ্গা বন দফতরের রেঞ্জ অফিসার অসীম কুমার দণ্ডপাত।
১ মাসে উদ্ধার ২৩টি বিষাক্ত কেউটে Snake Lover Prabhakar Mandal in South 24 Parganas
আরও পড়ুন : Bakkhali tourism is closed due to Covid-19 করোনা বাড়বাড়ন্তের জের! বন্ধ হল বকখালি পর্যটনকেন্দ্র
——-
Published by Subhasish Mandal