রণজিৎ দাস, মালদা, ইন্ডিয়া নিউজ বাংলা : Snake in Malda Medical College মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগের সামনে ফণি মনসার গাছে বাঁধা একটা অ্যালুমিনিয়ামের কলসি। তার মধ্যে রয়েছে একটি বিষাক্ত সাপ। যদিও মুখটি গামছা দিয়ে বাঁধা। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়িয়ে বুধবার বিকেলে মালদা মেডিক্যাল কলেজ চত্বরে। পরে মালদা মেডিক্যালের জরুরি বিভাগের কর্মীরা কলসির গামছা খুলে বিষধর সাপটি দেখতে পান। সন্দেহ করা হচ্ছে, মালদা মেডিক্যালে আসা কোনও সাপে কামড়ানো রোগীর পরিবারের এই কাজ হয়ে থাকতে পারে। এখন ওই রোগী-সহ তাঁর পরিবাররকে খোঁজা হচ্ছে। তাঁদের এই নির্বুদ্ধিতায় আবারও দুর্ঘটনা ঘটতে পারত মালদা মেডিক্যাল চত্বরে। জঙ্গলে উন্মুক্ত পরিবেশে ছাড়ার ব্যবস্থা করা হচ্ছে সাপটিকে।
জরুরি বিভাগের সামনে ফণি মনসার গাছে কলসিতে রাখা সাপ Snake in Malda Medical College
আরও পড়ুন : Weather Forecast in West Bengal পশ্চিমি ঝঞ্ঝার জের! আজ বর্ষা উত্তরবঙ্গে, আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে
———–
Published by Subhasish Mandal