কৌশিক বোস,দুর্গাপুর, ইন্ডিয়া নিউজ বাংলা, Smart phone in worship of Saraswati pujo বসন্তের শুরুতে বাগদেবীর আরাধনায় মুখরিত আকাশ বাতাস। হালকা শীতের আমেজ গায়ে মেখে, সকাল সকাল পাঞ্জাবি শাড়িতে স্কুল-কলেজের মণ্ডপে কচিকাঁচাদের ভিড় চোখে পড়ার মত। প্রথা মত, দুর্গাপুরেও পালিত হচ্ছে সরস্বতী পুজো।
স্মার্ট ফোনের পুজোSmart phone in worship of Saraswati pujo
করোনা অতিমারির কারণে, দীর্ঘ দিন গৃহবন্দি থাকার পর সরস্বতী পুজোতে প্রাণ খুলে শ্বাস নিতে দেখা গিয়েছে কচিকাঁচা থেকে বড় সকলকেই। চেনা আনন্দ ফিরে এসেছে স্কুল কলেজ থেকে পাড়ার মন্ডপ সর্বত্র। প্রথা মেনেই প্রতিবারের মত এবারেও দুর্গাপুর প্রেস ক্লাব সরস্বতী পুজোর আয়োজন করে। বই, খাতার সঙ্গে এখানে পূজিত হল স্মার্ট ফোন। এই প্রসঙ্গে পুজো উদ্যোক্তারা জানান, দু’বছর কোভিডের কারনে স্কুল কলেজের পঠনপাঠন শিকেয়। সর্বত্র শুরু হয়েছে, শিক্ষার এক যুগান্তকারী মাধ্যম ‘অনলাইন ক্লাস’। অনলাইন ক্লাসের অন্যতম সেরা মাধ্যম ‘মুঠোফোন’। ইন্টারনেটের দৌলতে এখন ঘরে ঘরে ক্লাসরুম। তাই এবার প্রেস ক্লাবের পুজোয় বই ,খাতার পাশাপাশি দেবীর পায়ের তলায় মোবাইল রেখে পুজো হল। অভিনব এই স্মার্টফোন পুজো উপভোগ করেছেন সকলে।
আরও পড়ুন : প্রার্থী পরিবর্তনের দাবি, গুঞ্জবাড়িতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল তৃণমূল কর্মী সমর্থকেরা
_____
Published by Julekha Nasrin