অনিসা পোদ্দার, আলিপুরদুয়ার, ইন্ডিয়া নিউজ বাংলা : Shootout in Tea Garden মাদারিহাট ব্লকের গ্যারগেন্ডা চা বাগানে গুলির লড়াই। প্রত্যন্ত এলাকার এই চা বাগান থেকে উদ্ধার গুলিবিদ্ধ অবস্থায় দুই যুবকের দেহ। সোমবার গভীর রাতে শুটআউটের ঘটনা ঘটে আলিপুরদুয়ারের মাদারিহাট থানার গ্যারগেন্ডা চা বাগানে। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা চা বাগান এলাকায়। নিহতদের নাম পরিচয় জানা যায়নি। ঠিক কী কারণে ওই জোড়া খুনের ঘটনা ঘটেছে, তা স্পষ্ট জানাতে পারেনি পুলিশ। গ্যারগেন্ডা চা বাগানে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
চা বাগানে গুলির লড়াই, মৃত ২ Shootout in Tea Garden
আরও পড়ুন : Rasikbil tourist center open নির্দেশিকা মেনে পর্যটকদের জন্য খুলে গেল রসিকবিলের দরজা
———–
Published by Subhasish Mandal