ইন্ডিয়া নিউজ বাংলা, উত্তর ২৪ পরগনা : Shootout in Panihati রবিবার সন্ধ্যায় পানিহাটিতে গুলি চালনার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রাতে তল্লাশি চালিয়ে ওই যুবককে আটক করা হয়। পুলিশ সূত্রে খবর, তৃণমূল কাউন্সিলার অনুপম দত্ত খুনের ঘটনায় মূল অভিযুক্ত ধৃত। তাকে জিজ্ঞাসাবাদ করে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করেছে পুলিশ।
৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার অনুপম দত্তকে খুন Shootout in Panihati
রবিবার পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার অনুপম দত্তকে খুন করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে কাউন্সিলার স্থানীয় একটি দোকানের সামনে একটি স্কুটারের পিছনে বসছেন এবং কারও সাথে কথা বলছেন। হঠাৎ সে সময় নীল রঙের গেঞ্জি ও নীল জিন্স পরা এক যুবক হেঁটে এসে অনুপমের মাথায় গুলি চালায়। তৎক্ষণাৎ স্কুটার থেকে পড়ে যান কাউন্সিলার অনুপম দত্ত। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে রাতেই পুলিশ অভিযুক্ত যুবককে তেঁতুলতলা মোড় থেকে গ্রেফতার করেছে।
Shootout in Panihati
আরও পড়ুন : Oil gives new hope নতুন তৈল শোধনাগার নতুন আশা জাগাচ্ছে
————
Published by Subhasish Mandal