Tuesday, September 17, 2024
HomeBreakingSandeshkhali: ফের রণক্ষেত্র সন্দেশখালি, জারি ১৪৪; রিপোর্ট তলব রাজ্যপালের

Sandeshkhali: ফের রণক্ষেত্র সন্দেশখালি, জারি ১৪৪; রিপোর্ট তলব রাজ্যপালের

শনিবার ১ জুন শেষ হয়েছে লোকসভা নির্বাচন৷ সাতটি দফার মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে এবারের এই ভোটপ্রক্রিয়া৷ নির্বাচন শুরুর আগেও যেমন সংবাদ শিরোনামে ছিল সন্দেশখালি, নির্বাচনের শেষলগ্নেও ফের চর্চায় বসিরহাট লোকসভা কেন্দ্রের এই এলাকা৷ শেষ দফার ভোটের দিনে ফের উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালি৷

কী ঘটেছে?

শনিবার বোমাবাজি–গুলি–ইট–কাঁদানে গ্যাসে দিনভর উত্তপ্ত থাকল সন্দেশখালি৷ সূত্রের খবর, অশান্তির জেরে আহত হয়েছেন তৃণমূল–বিজেপি দু’পক্ষের ৬জন। এ প্রেক্ষিতে বাসন্তী হাইওয়ে অবরোধ করা হয়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোঁড়া হয়৷ থানায় অভিযোগ দায়ের করে দুই দলই৷ উভয়পক্ষের মোট ৫ জনকে আটক করা হয়৷

আরও পড়ুন : PM Modi in Bengal : বাংলার মাটি থেকেই মমতা সরকারকে নিশানা করে একের পর এক তোপ মোদীর!

ক্ষুব্ধ রাজ্যপাল

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন রাজ্যপাল সিভি আন্দ বোস৷ তিনি তাঁর এক্স হ্যান্ডেলে নির্বাচনে হিংসার কথা উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে এই ঘটনার রিপোর্টও তলব করেন৷

উল্লেখ্য, শুক্রবার রাত থেকেই সন্দেশখালির বেড়মজুরে অশান্তির অভিযোগ উঠেছে। ভোটপর্বে এর আগেও একাধিকবার শিরোনামে উঠে এসেছে বেড়মজুর। আর এবার তা কার্যত রণক্ষেত্রের আকার ধারণ করল লোকসভা নির্বাচনের শেষ লগ্নে৷

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular