Friday, November 22, 2024
Homeরাজ্যSecond Hooghly Bridge ভার এবং পরিবহণ ক্ষমতা পরীক্ষা, ৬ ঘণ্টার জন্য বন্ধ...

Second Hooghly Bridge ভার এবং পরিবহণ ক্ষমতা পরীক্ষা, ৬ ঘণ্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

অনুপ রায়, হাওড়া, ইন্ডিয়া নিউজ বাংলা: Second Hooghly Bridge ভার এবং পরিবহণ ক্ষমতা পরীক্ষার জন্য রবিবার ৬ ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছে দ্বিতীয় হুগলি সেতু। হাওড়া থেকে কলকাতা এবং কলকাতা থেকে হাওড়ামুখী পরিবহণ ব্যবস্থা বন্ধ রাখা হয়েছে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত। কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ এবং হুগলি রিভার ব্রিজ কমিশনার বা এইচআরবিসি’র তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাওড়ার দিক থেকে কলকাতামুখী সমস্ত গণপরিবহন হাওড়া ব্রিজ দিয়ে কলকাতায় যাবে। পাশাপাশি পণ্যবাহী গাড়ি বালি ব্রিজ হয়ে যাতায়াত করবে। ইতিমধ্যে দ্বিতীয় হুগলি সেতু টোলপ্লাজা অভিমুখের সমস্ত রাস্তায় হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। বেলেপোল মোড় থেকে ড্রেনেজ ক্যানেল রোড ধরে গণপরিবহনগুলি হাওড়া ব্রিজের দিকে পাঠাচ্ছে পুলিশ।

সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বন্ধ দ্বিতীয় হুগলি সেতু Second Hooghly Bridge

আরও পড়ুন : Tragic death in Malda ইটভাটার চৌবাচ্চায় পড়ে মর্মান্তিক মৃত্যু দুই ভাইয়ের, মালদায় শোকের ছায়া শ্রমিক পরিবারে

———–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular