সুরজিৎ দাস, নদিয়া, ইন্ডিয়া নিউজ বাংলা : Sculpture of Sandhya Mukhopadhyay-Bappi Lahiri শিল্পের মধ্য দিয়ে কিংবদন্তি শিল্পীদের সম্মান জানালেন মৃৎশিল্পী সুবীর পাল। প্রয়াত গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় এবং সঙ্গীত পরিচালক, সুরকার, গায়ক বাপ্পি লাহিড়ীর আবক্ষ মূর্তি বানিয়ে সম্মান জানালেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী।
কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। তারপর গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। তার রেশ কাটতে না কাটতেই ভারতের সর্ব সেরা সঙ্গীত পরিচালক সুরকার তথা শিল্পী বাপ্পি লাহিড়ী প্রয়াত হন। একে একে সঙ্গীতজগতের নক্ষত্ররা চলে যাওয়ার কারণে গোটা দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ১৯৭০ কিংবা ’৮০ অথবা ’৯০ দশকের সারা দেশ কাঁপিয়েছে এই শিল্পীরা।
শিল্পীসত্তার মধ্য দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পীর Sculpture of Sandhya Mukhopadhyay-Bappi Lahiri
এবার দুই কৃতি বঙ্গসন্তানকে শ্রদ্ধা জানাতে রাতারাতি তাঁদের আবক্ষ মূর্তি তৈরি করলেন নদিয়ার কৃষ্ণনগরের রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত মৃৎশিল্পী সুবীর পাল। তিনি বলেন, ‘আমরা ছোটবেলা থেকেই এঁদের গান শুনে বড় হয়েছি। নিজেদের শিল্পীসত্তার মধ্য দিয়ে যদি তাঁদের কিছুটা সম্মান জানাতে পারি সেই উদ্দেশেই আবক্ষ মূর্তি তৈরি করেছি।’ লতা মঙ্গেশকরের সঙ্গে একবার ছোটবেলায় দেখা হলেও সন্ধ্যা মুখোপাধ্যায় এবং বাপ্পি লাহিড়ীর সঙ্গে তাঁর কখনও সাক্ষাৎ হয়নি। সে বিষয়ে আক্ষেপ করে তিনি বলেন, ‘এমন নক্ষত্র হয়তো আর পৃথিবীতে ফিরে আসবে না। অন্তর থেকে অনেক শ্রদ্ধা জানাই তাঁদের।’
Sculpture of Sandhya Mukhopadhyay-Bappi Lahiri
———–
Published by Subhasish Mandal