রাজীব ঘোষ, মুর্শিদাবাদ, ইন্ডিয়া নিউজ বাংলা : Schools opened in West Bengal দীর্ঘ ২ বছর পর খুলল স্কুল। মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক আজ খুলল প্রথম থেকে সপ্তম শ্রেণি। প্রথম শ্রেণি থেকে বাচ্চারা ফিরে পেল প্রাণ। সেই বেঞ্চ, সেই ক্লাস, সঙ্গে বন্ধু আর শিক্ষক-শিক্ষিকাদের পড়ানো, ঘণ্টা পড়লে স্কুলময় বাচ্চাদের কোলাহল। বাচ্চারা খুব খুশি স্কুলে এসে, সঙ্গে শিক্ষক-শিক্ষিকারাও। অনেক হল সময় ধরে ছোট্ট জানলার মাধ্যমে খোপে খোপে বসে ক্লাস করা। এবার প্রাণ খুলে সব পাওয়া মুঠোফোন ছেড়ে বেরিয়ে আসা।
আজ থেকে খুলল প্রথম থেকে সপ্তম শ্রেণি Schools opened in West Bengal
আরও পড়ুন : Schools opened in Jalpaiguri গান গেয়ে আর উপহার তুলে দিয়ে বরণ কচিকাঁচাদের, খুশির হাওয়া জলপাইগুড়িতে
মুর্শিদাবাদের খাগড়ার মহাকালী পাঠশালা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুজাতা দাস জানালেন, অভিভাবকদের ভয় পাওয়ার কোনও বিষয় নেই। সমস্ত ক্লাস স্যানিটাইজ করা হয়েছে। নিত্যদিন বাচ্চাদের আসার আগে সে সব করাও হবে। মাস্ক পরিয়ে ক্লাস করানো হবে। আজ নতুন করে শুরুর প্রথম দিন তাই একটু আনন্দ দিতে মডেলদের আনা হয়েছে। বাচ্চাদের উপহার দিয়ে আনন্দ উৎসাহের মধ্যে রাখার চিন্তা করে নেওয়া হয়েছে। সহকারী শিক্ষক-শিক্ষিকারাও একই মতামত জানালেন।
আরও পড়ুন : Bappi Lahiri Passes Away ভারতীয় সঙ্গীত জগতে ফের নক্ষত্র পতন, প্রয়াত বাপ্পি লাহিড়ী
———–
Published by Subhasish Mandal