সুপ্রিয় বসাক, জলপাইগুড়ি, ইন্ডিয়া নিউজ বাংলা : Schools opened in Jalpaiguri জলপাইগুড়ি জেলায় খুলে গেল ১ হাজারটি ২০৯টি প্রাথমিক স্কুল। করোনা আবহ কাটিয়ে জেলায় নতুন করে স্কুলমুখী হল প্রায় পৌনে দু’ লক্ষ পড়ুয়া। রাজ্যের অন্যান্য স্থানের সাথে জলপাইগুড়িতেও কোভিডবিধি মেনে চালু হল প্রাথমিক স্কুল। ভোরের সূর্যকে সাক্ষী রেখে পিঠে বইয়ের ব্যাগ নিয়ে ফের স্কুলের গেটের সামনে দেখা গেল কচিকাঁচাদের।
স্কুলে আসার দিনটিকে শিশুমনে স্মরণীয় করে রাখতে অভিনব উদ্যোগ Schools opened in Jalpaiguri
পড়ুয়াদের বরণ করে নিতে অভিনব আয়োজন দেখা গেল জলপাইগুড়ি শহরের সদর গার্লস প্রাইমারি স্কুলে। প্রথম স্কুলে আসার দিনটিকে শিশুমনে স্মরণীয় করে রাখতে স্কুল গেটের সামনে গান গেয়ে খুদে পড়ুয়াদের হাতে উপহার তুলে দিয়ে এক অন্য আবহ সৃষ্টি করে স্কুলে প্রবেশ করানো হয় পড়ুয়াদের। অন্যরকম পরিবেশের মধ্যে দিয়ে স্কুলে প্রবেশ করতে পেরে খুব খুশি পড়ুয়ারাও। এদিনের অনুষ্ঠানে উপিস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান লক্ষ্মমোহন রায়।
Schools opened in Jalpaiguri
আরও পড়ুন : Schools opened in West Bengal ২ বছর পর খুলল স্কুল, প্রাণ ফিরে পেল প্রথম থেকে সপ্তম শ্রেণির পড়ুয়ারা
———–
Published by Subhasish Mandal