সুরজিৎ দাস, নদিয়া, ইন্ডিয়া নিউজ বাংলা : School theft in Nadia আজ সকালবেলা বিদ্যালয়ে রাঁধুনিরা এসে দেখে যে তাঁদের স্কুলে মিড ডে মিলের ঘর ও অফিসের তালা ভাঙা। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, চোরেরা বারান্দার গ্রিল ভেঙে চাল, ডাল, তেল, সাবান এবং দামি একটি প্রোজেক্টর নিয়ে চম্পট দেয়। এমনকী সরকারি পুরস্কারও সঙ্গে করে নিয়ে গেছে তারা।
স্কুলে মিড ডে মিলের ঘর ও অফিসের তালা ভেঙে চুরি School theft in Nadia
স্কুলের ঢিলছোড়া দূরত্বে হাঁসখালি থানা। সেখানে কীভাবে এরকম ঘটনা ঘটল গ্রামবাসী ও অভিভাবকরা হতবাক। এরকম ঘটনা আগে কখনও হয়নি এলাকায় । সরকার দুয়ারে রেশন দিচ্ছে কিন্তু অভাব কমছে না মানুষের তাই জানালেন গ্রামবাসীরাা। তদন্তে হাঁসখালি থানার পুলিশ।
School theft in Nadia
আরও পড়ুন : Madhyamik Exam 2022 কন্যা সন্তানের জন্ম দিয়ে হাসপাতালেই সদ্যোজাতকে কোলে নিয়ে পরীক্ষায় মাধ্যমিক পরীক্ষার্থী
Published by Subhasish Mandal