Sunday, February 16, 2025
HomeউৎসবSaraswati pujo মাঘী পঞ্চমীতে বাগদেবীর আরাধনা

Saraswati pujo মাঘী পঞ্চমীতে বাগদেবীর আরাধনা

অমিত সরকার, কোচবিহার, ইন্ডিয়া নিউজ বাংলা, Saraswati pujo মাঘী পঞ্চমীতে বাগদেবীর আরাধনায় মেতে উঠেছে ছাত্র ছাত্রীরা। করোনা ও খারাপ আবহাওয়াকে সঙ্গী করে চলেছে দেবী বন্দনা। করোনার কারণে গত বছর পুজো সেভাবে হয়নি কোনও শিক্ষা প্রতিষ্ঠানে। এবছর সংক্রমণ কিছুুটা কম থাকায় পুুুজো হচ্ছে স্কুুল কলেজে।

বাগদেবীর আরাধনায় Saraswati pujo 

৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে স্কুল খোলার অনুমতি দিয়েছে সরকার। ফলে সকাল-সকাল শাড়ি -পাঞ্জাবিতে সেজে স্কুল মুখী কচিকাঁচা থেকে বড় সকলেই। সকল শিক্ষা প্রতিষ্ঠানের মত কোচবিহার টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলেও পালিত হল সরস্বতী পুজো।সমস্ত রকম করোনা বিধি মেনে পুজো করার সিদ্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষ।

স্কুলের প্রিন্সিপাল সোমা তরুণ দত্ত নিজে পুজো করেন। তিনি জানান, করোনার কারণে নিচু ক্লাসের ছাত্র ছাত্রীদের স্কুলে আসার অনুমতি দেওয়া হয়নি। তবে নবম থেকে দ্বাদশ পর্যন্ত সকল ছাত্র ছাত্রী কোভিড বিধি মেনে পুজোয় অংশ নিয়েছে।টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের ভাইস প্রিন্সিপাল নিবেদিতা চক্রবর্তী জানান,করোনা পরিস্থিতিতে পুজো করতে পেরে সকলে খুশি।

আরও পড়ুন : পাচারের আগেই উদ্ধার চিতাবাঘের চামড়া,গ্ৰেফতার ২

_______

Published by Julekha Nasrin

 

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular