অমিত সরকার, কোচবিহার, ইন্ডিয়া নিউজ বাংলা, Sahebganj High School transformed in a new way মুখ্যমন্ত্রীর ঘোষণা মত ৩ফেব্রুয়ারি(বৃৃহস্পতিবার) থেকে খুলছে বিদ্যালয়ের দরজা। করোনা অতিমারির কারণে দীর্ঘ দু’বছর তালা বন্ধ ছিল স্কুুলের। তৃতীয়় ঢেউয়ের ধাক্কা সামলে স্কুল খোলার জন্য রাজ্য সরকারের উপর বিভিন্ন মহল থেকে চাপ বাড়ছিল। ৩১জানুয়ারি (সোমবার) নবান্নে সাংবাদিক সম্মেলন করে ৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে স্কুল খোলার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
সাজিয়ে তোলা হচ্ছে বিদ্যালয় কক্ষSahebganj High School transformed in a new way
দীর্ঘদিন বাদে ছাত্র-ছাত্রীদের চিত্কারে আবার প্রাণ ফিরে পাবে স্কুল গুলি। রাজ্য জুড়ে স্কুল গুলিতে চলছে তারই তোড়জোড়। কোচবিহারের সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ও সেজে উঠছে ছাত্র-ছাত্রীদের জন্য।সাজিয়ে তোলা হয়েছে বিদ্যালয়ের সীমান্ত প্রাচীর।শুধু তাই নয় বিদ্যালয়ের প্রতিটি কক্ষে থাকছে নতুন আকর্ষণ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ননি গোপাল বর্মন বলেন, ছাত্র-ছাত্রীদের নতুন করে উপহার দেওয়া হচ্ছে মনীষীদের জীবন কাহিনী। সেই মর্মে ইতিমধ্যেই তৈরি হয়েছে সীমান্ত প্রাচীরের ৩৪ টি প্রকোষ্ঠে মহাপুরুষদের ছবি। থাকছে তাদের জীবনের ইতিবৃত্ত।
পড়ুয়াদের জন্য থাকছে বিদ্যালয়ের প্রতিটি কক্ষে থাকছে নতুন আকর্ষণSahebganj High School transformed in a new way
একটানা প্রায় দুই বছর বন্ধ ছিল বিদ্যালয়, ছাত্র-ছাত্রীদের পুনরায় বিদ্যালয়মুখী করার জন্য তৎপর হয়ে উঠেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে বিদ্যালয় যদি নতুন করে সাজিয়ে তোলা হয় তাহলে সেটি ছাত্র-ছাত্রীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। বিদ্যালয়ের প্রতিটি কক্ষে নতুন করে রং করা হয়েছে। চিত্রশিল্পী রথীন্দ্র নাথ সাহা জানান, ইতিমধ্যেই বিদ্যালয় সীমান্তের প্রাচীরের সমস্ত অংক শেষ হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি অনুসারে প্রত্যেক মহাপুরুষের জন্ম এবং মৃত্যু তিথি লিখে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। যার ফলে একদিকে যেমন ছাত্রছাত্রীরা মহাপুরুষদের জীবন সম্পর্কে একটি ধারণা ভাবে, ঠিক তেমনই স্থানীয় বাসিন্দাদের মধ্যেও এই মহাপুরুষদের সম্পর্কে একটি স্পষ্ট ধারণা তৈরি হবে। সাহেবগঞ্জ বিদ্যালয় কতৃপক্ষের এই উদ্যোগ প্রশংসা পেয়েছে কোচবিহারের সর্বত্র।
আরও পড়ুন : পুনরায় খুলছে ডুয়ার্স পর্যটন কেন্দ্র