Sunday, November 24, 2024
HomeWILDLIFERoyal Bengal Tiger rescued in Kultali ভোররাতে কুলতলিতে খাঁচাবন্দি রয়্যাল বেঙ্গল টাইগার

Royal Bengal Tiger rescued in Kultali ভোররাতে কুলতলিতে খাঁচাবন্দি রয়্যাল বেঙ্গল টাইগার

শম্ভুনাথ মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা, ইন্ডিয়া নিউজ বাংলা : Royal Bengal Tiger rescued in Kultali কুলতলির পেটকুলচাঁদ ব্রিজ এলাকার গ্রামবাসী মহিলারা গতকাল সকালেই নদীতে মাছ কাঁকড়া ধরতে গিয়ে বাঘের পায়ের ছাপ দেখতে পায়। সে খবর বন দফতর ও পুলিশকে জানালে বন দফতরের কর্মীরা এলাকায় গিয়ে বাঘের খোঁজ শুরু করে। এমনকী বাঘের অবস্থান কোথায় সে জন্য নদীপথেও টহলদারি চালায় বন দফতরের কর্মীরা। অবশেষে গতকাল সারাদিন খোঁজ চালানোর পর আজ ভোররাতে খাঁচাবন্দি হল কুলতলির বাঘ। তবে ধরা পড়া বাঘটি পুরুষ না স্ত্রী তা এখনও বন দফতর সূত্রে জানানো হয়নি। বন দফতর সূত্রে খবর শারীরিক চিকিৎসা করার পরে সম্পূর্ণ সুস্থ হলে তবেই দক্ষিণরায়কে জঙ্গলে ফিরিয়ে দেওয়া হবে।

কুলতলিতে ভোররাতে খাঁচাবন্দি রয়্যাল বেঙ্গল টাইগার Royal Bengal Tiger rescued in Kultali

আরও পড়ুন : Firing at Baharampur নমিনেশন তুলে নেওয়ার জন্য চাপ, বহরমপুরে কংগ্রেস প্রার্থীর বাড়িতে গুলি চালানোর অভিযোগ

———–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular