রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) মন্তব্যকে কেন্দ্র করে ফের বিতর্কের ঝড় বঙ্গ-রাজনীতিতে৷ শনিবার কলকাতায় একটি অনুষ্ঠানের উদ্বোধনে এসে ফিরহাদ বলেন, “যাঁরা ইসলাম ধর্ম নিয়ে জন্মাননি, তাঁরা দুর্ভাগা।” তাঁর এই মন্তব্যের পর থেকেই সমালোচনা-নিন্দার ঝড় বাংলায়৷
কী বলেছেন ফিরহাদ?
সম্প্রতি ‘অল ইন্ডিয়া কোরান কম্পিটিশন’ অনুষ্ঠানে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতা ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, “যাঁরা ইসলাম ধর্ম নিয়ে জন্মাননি, তাঁরা দুর্ভাগা। তাঁরা দুর্ভাগ্য নিয়েই জন্মেছেন।”
এই মন্তব্যের পর থেকেই বিজেপির নিশানায় ফিরহাদ৷ সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য, প্রত্যেকেই কড়া সমালোচনা করেছেন কলকাতার মেয়রের৷
আরও পড়ুন : Saumitra Khan : বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-র বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা
রাজ্যের এক মন্ত্রীর (Firhad Hakim) এহেন ‘অপমানজনক’ ও ‘বিভাজনমূলক’ কথাবার্তায় যখন হইচই রাজ্যজুড়ে, তখন নিজের মন্তব্যের প্রেক্ষিতে সাফাই দিতে গিয়ে শনিবার কলকাতা পুরনিগমের ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে ফিরহাদ বলেন,’আমি আমার নিজের ধর্ম মানি। আমি দুর্গাপুজো এবং কালীপুজোর আয়োজনও করি। যাঁরা মূর্খ, তাঁরা আমায় সাম্প্রদায়িক বলেন।’