সুরজিৎ দাস, নদিয়া, ইন্ডিয়া নিউজ বাংলা: Road Blockade in Nadia রাস্তায় পুলিশি জুলুমের অভিযোগ তুলে টায়ার জ্বালিয়ে রানাঘাটে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল ছোট গাড়ির মালিক এবং কর্মচারীরা। এদিন প্রায় এক ঘণ্টা ধরে চলে অবরোধ। অভিযোগ রাস্তায় বের হলেই পুলিশের জুলুমবাজির শিকার হচ্ছেন তাঁরা। রাস্তার একাধিক জায়গায় পুলিশ গাড়ি আটকে টাকা তুলছে। কখনও ৪০ হাজার টাকা দাবি করছে, কখনও আবার কাগজ আটকে রেখে দিচ্ছে। টাকা দিয়েও গাড়ির কাগজ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ।
তাঁদের দাবি অল্প ভাড়াতেই বর্তমানে তাঁরা যাতায়াত করেন। এই দুর্মূল্যের বাজারে যেটুকু লাভ হয় তার বেশিটাই দিতে হয় পুলিশকে। তাহলে তাঁরা সংসার চালাবেন কী করে আর গাড়িইবা ব্যবহার করবেন কী করে? প্রশাসনকে এর আগেও একাধিকবার জানিয়ে কোনও কাজ হয়নি। অবশেষে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন ছোট গাড়ির মালিক এবং কর্মচারীরা। তাঁদের দাবি বিশেষ করে সিভিক ভলান্টিয়াররা যেভাবে চাঁদার জুলুম করছে রাস্তায় তাঁদের পক্ষে আর সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। Road Blockade in Nadia
অবিলম্বে প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা বিষয়টি তৎপরতার সঙ্গে নজর দিক বলে দাবি তাঁদের। যদিও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রানাঘাট থানার পুলিশ। প্রায় এক ঘণ্টা পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। আগামী দিনে দাবি মানা না হলে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ছোট গাড়ির মালিক এবং কর্মচারীরা।
Road Blockade in Nadia
————
Published by Subhasish Mandal